ঢাকা | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ |
২৫ °সে
|
বাংলা কনভার্টার
walton

ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় গুজব : আইএসপিএবি

ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় গুজব : আইএসপিএবি
ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় গুজব : আইএসপিএবি

দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ১৮ অক্টোবর হতে বন্ধ করা হবে-এমন একটি গুজব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।

এটি সত্য নয় এবং সোশ্যাল মিডিয়ায় দেয়া এ সংক্রান্ত ঘোষণা-পোস্ট বিভ্রান্তিমূলক এবং মিথ্যা বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। সংগঠনটির সভাপতি আমিনুল হাকিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শনিবার রাতে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএসপিএবির পক্ষ হতে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার ঘোষণা সংক্রান্ত একটি পোস্ট ব্যাপকভাবে প্রচার হচ্ছে, যা জনমনে বিভ্রান্তির উদ্রেক করেছে।

এ সংক্রান্ত পোস্টে বিভ্রান্ত হওয়া ও শেয়ার করা হতে বিরত থাকার আহবান জানিয়েছে তারা।

আইএসপিএবি বলছে, আসলে ২০২০ সালে গ্রাহক পর্যন্ত সংযোগ স্থাপনে ঝুলন্ত তারের বিকল্প ব্যবস্থা না করে তার কাটায় ইন্টারনেট ও ডিস সংযোগ বন্ধ করার এই কর্মসূচি দিয়েছিলেন তারা। সেখানে ওই বছরের ১৮ অক্টোবর হতে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে বাসা-বাড়ি, অফিস ও ব্যাংকসহ সকল পর্যায়ে ইন্টারনেট ডেটা কানেক্টিভিটি এবং ক্যাবল টিভি বা ডিস বন্ধ রাখার কর্মসূচি ছিলো। কিন্তু পরে কর্মসূচি প্রত্যাহার করা হয় এবং তা একদমই বাস্তবায়িত হয়নি ।

ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ,সোশ্যাল মিডিয়া,গুজব,আইএসপিএবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend