ফেসবুক ম্যাসেঞ্জার ভিডিও কল এবং ম্যাসেঞ্জার রুমে নতুন গ্রুপ ইফেক্ট যোগ করেছে ফেসবুক। যেখানে এখন থেকে অগমেন্টেড রিয়েলিটির (AR) ফিল্টারের মাধ্যমে সবাই অংশ নিতে পারবে। ফেসবুক জানিয়েছে নতুন এই গ্রুপ ইফেক্ট ফিচার শীঘ্রই ইন্সটাগ্রামে রোল আউট করা শুরু হবে।
মার্কিন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, ইউজাররা তাদের গ্রুপ ইফেক্টস লাইব্রেরী থেকে ৭০টির বেশি গ্রুপ ইফেক্টস থেকে পছন্দের ইফেক্টটি বেছে নিতে পারবেন। সঙ্গে থাকছে একটি গেম, যেখানে ভার্চুয়াল বার্গার বানানোর একটি প্রতিযোগিতা থাকছে। আবার একটি কমলা রঙের বিড়াল কলকে ফটোবম্ব করে দিচ্ছে। এটি আগেরই একটি অগমেন্টেড রিয়েলিটির স্থানান্তর, যেখানে আগে শুধু একজন অংশ নিতে পারতো। নতুন এই গ্রুপ ইফেক্টের মধ্যে রয়েছে রস ওয়েকফিল্ডের ডিজাইন করা একটি নতুন ব্লো ‘দ্য ড্যান্ডেলিয়ন ইফেক্ট’।
ফেসবুক ম্যাসেঞ্জার ভিডিও কল এবং ম্যাসেঞ্জার রুমের জন্য নতুন গ্রুপ এফেক্ট ফিচারটি বিশ্বজুড়ে সমস্ত ব্যবহারকারীদের জন্য চালু হতে চলেছে। সকল ইউজারদের এই ফিচার পেতে কিছুটা সময় লাগতে পারে। ইফেক্ট ব্যবহার করার জন্য প্রথমে ফোনের ফেসবুক অ্যাপ ওপেন করতে হবে। তারপর ম্যাসেঞ্জারে গিয়ে একটি ভিডিও কল স্টার্ট করে স্ক্রীণে থাকা স্মাইলি ফেস অপশনে গিয়ে ট্যাপ করে ইফেক্টস ট্রে ওপেন করতে হবে। সেখানেই পাওয়া যাবে ইফেক্টসগুলি, যা গ্রুপ কলে থাকা সকলেই ব্যবহার করতে পারবে।
ভার্জের প্রতিবেদনে আরও বলা হয়, এ মাসে ম্যাসেঞ্জারে আরও কিছু ফিচার আনার ঘোষণা দিয়েছে ফেসবুক। নতুন ওয়ার্ড ইফেক্টস আইওএসে সাপোর্ট করবে। অ্যান্ড্রয়েডেও করতে পারে। নতুন এই ইফেক্টে বিশেষ কিছু শব্দ টাইপ করলে নির্দিষ্ট কিছু অ্যানিমেশন প্রদর্শিত হবে তার ওপর। এছাড়া সাউন্ড মোজিস নামেও নতুন একটি ইফেক্ট আসছে।
সম্প্রতি, ফেসবুক ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রাম কিছু নতুন ফিচার সামনে এনেছে যার মধ্যে রয়েছে ‘ক্রস অ্যাপ গ্রুপ কমিউনিকেশন’ ‘গ্রুপ টাইপিং ইন্ডিকেশন’ এবং ইনস্টাগ্রাম ডিএম(সরাসরি বার্তা)ফিচার। ক্রস-অ্যাপ গ্রুপ চ্যাট বৈশিষ্ট্যটি ইউজারদের ইন্সটাগ্রাম এবং ম্যাসেঞ্জারের কন্টাক্টস গুলির মধ্যে সরাসরি গ্রুপ চ্যাট শুরু করতে সাহায্য করে। ‘গ্রুপ টাইপিং ইন্ডিকেশন ফিচার’গ্রুপে থাকা একাধিক ইউজার যখন একসঙ্গে টাইপ করে তা দেখার সুযোগ দেয়।