সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুক ইনকরপোরেশনের নতুন নামকরণ করা হয়েছে মেটা। মেটা নামের নতুন এ কোম্পানির অধীনে থাকবে ফেসবুকের সব সেবা।
অর্থাৎ ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ও এই অ্যাপগুলোর আগের নামই থাকবে। অ্যাপগুলোর প্যারেন্ট কোম্পানি হবে মেটা।
২৮ অক্টোবর, বৃহস্পতিবার কোম্পানির বার্ষিক হার্ডওয়্যার ইভেন্ট ‘কানেক্টে’ এই ঘোষণা দিয়েছেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ।
অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপনকালে তিনি বলেছেন, ‘‘এখন থেকে আর মূল পরিচয় ফেসবুক নয়, আমাদের প্রথম পরিচয়ে মেটাভার্স হতে যাচ্ছি।”
“বিশ্বের সবচেয়ে ব্যবহৃত পণ্যগুলোর প্রতিনিধিত্ব করে ফেইসবুক নামটি- এটা সত্যি। কিন্তু ক্রমশ আমরা যতো বিস্তৃত হচ্ছি এই নামটি তার পুরোটা ধারণ করতে পারছে না”- যোগ করেন ফেসবুক সিইও।
আর কেন মেটা নামটি বেছে নেওয়া সেই সম্পর্কে জুকারবার্গ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ক্লাসিকস পড়তে বরাবরই ভালোবাসি। গ্রিক শব্দ ‘বিয়ন্ড’ (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি। ব্যক্তিগতভাবে যে শব্দ বেছে নেওয়ার কারণ আরও অনেক কিছু তৈরি করা বাকি। আমাদেরও পথচলার অনেক নতুন পথ বাকি, সেই ধারণা থেকেই এই নামকরণ।’
জাকারবার্গ জানান, ফেসবুকের মালিকানাধীন বিভিন্ন অ্যাপস ও প্রযুক্তিগুলো এখন থেকে নতুন কোম্পানি মেটা-র অধীনে পরিচালিত হবে। এটি মানুষের সংযুক্তি, বিভিন্ন কমিউনিটি খুঁজে পাওয়া এবং ব্যবসা বাড়াতে সহায়তা করবে।
সিলিকন ভ্যালির কোম্পানিগুলোর নাম বদল অস্বাভাবিক কিছু নয়। সেবা বিস্তৃত করতে গিয়ে অনেক কোম্পানিই তাদের নাম বদল করে থাকেন। ২০১৫ সালে গুগল অ্যালফাবেট ইনকরপোরেশন নামে একটি হোল্ডিং কোম্পানি প্রতিষ্ঠা করে। সার্চ ইঞ্জিন এবং বিজ্ঞাপন বাণিজ্য তদারকির পাশাপাশি গুগলের অন্যান্য উদ্যোগও তদারকি করতে এই কোম্পানি গঠন করা হয়।