ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
২৪ °সে
|
বাংলা কনভার্টার
walton

অ্যাডেলের কারণে শাফল বাটন সরালো স্পটিফাই

অ্যাডেলের কারণে শাফল বাটন সরালো স্পটিফাই
অ্যাডেলের কারণে শাফল বাটন সরালো স্পটিফাই

এখন থেকে অ্যালবামের গানের ক্ষেত্রে পূর্বনির্ধারিত ক্রমানুসারে গানগুলো শোনা যাবে। শ্রোতারা ওলট-পালট করে গানগুলো শুনতে পারবেন না। কারণ মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই তাদের সকল গানের অ্যালবাম থেকে ‘শাফল বাটন’ সরিয়ে ফেলেছে। আর এটি হয়েছে অ্যাডেলের আপত্তির কারণে। খবর এনগ্যাজেট।

সম্প্রতি এক টুইটে স্পটিফাইকে উদ্দেশ্য করে অ্যাডেল লেখেন, আমরা অ্যালবাম বানানোর সময় এতো চিন্তা আর যত্ন নিয়ে অ্যালবামে অহেতুক গানের ক্রম সাজাই না। আমাদের গান একটা গল্প বলে আর আমরা গল্পগুলো যেভাবেই চেয়েছি সেভাবেই শোনা উচিত।

সেই টুইটে স্পটিফাই লিখেছে, “আপনার জন্য যে কোনো কিছু….”। এরপরই গানের অ্যালবাম থেকে শাফল বাটন সরিয়ে ফেলেছে স্পটিফাই। ফলে এখন শ্রোতারা চাইলেই যেকোনো অ্যালবামের গান ওলট-পালট করে শুনতে পারবেন না।

তবে ব্যক্তিগত প্লেলিস্ট তৈরি করে সেখানে ওলট-পালটভাবে গান শোনা যাবে। কারণ এখনও ব্যক্তিগত প্লেলিস্টে শাফল বাটন কার্যকর রয়েছে।

অ্যাডেল,শাফল বাটন,স্পটিফাই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend