ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
২২ °সে
|
বাংলা কনভার্টার
walton

বাংলাদেশিদের কাছে ডিজিটাল গোপনীয়তা গুরুত্বপূর্ণ: ভাইবার

বাংলাদেশিদের কাছে ডিজিটাল গোপনীয়তা গুরুত্বপূর্ণ: ভাইবার
বাংলাদেশিদের কাছে ডিজিটাল গোপনীয়তা গুরুত্বপূর্ণ: ভাইবার

অনলাইন যোগাযোগের অ্যাপ ভাইবার ব্যবহারকারী প্রায় সব বাংলাদেশির কাছে ডিজিটাল গোপনীয়তা গুরুত্বপূর্ণ। এ ছাড়া বেশির ভাগ বাংলাদেশি ভাইবার ব্যবহারকারী চান ডিজিটাল মাধ্যমে তাঁদের কথোপকথন গোপন থাকুক। ভাইবারের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

ভাইবারের জরিপ দেখা যায়, তাদের প্ল্যাটফর্মের ৮৯ শতাংশ বাংলাদেশির কাছেই ডিজিটাল গোপনীয়তা গুরুত্বপূর্ণ। এ ছাড়া ৮৪ দশমিক ৪৯ শতাংশ বাংলাদেশি ব্যবহারকারী চান তাঁদের কথোপকথন গোপন থাকবে।

সম্প্রতি রাকুতেন ভাইবার ভলান্টারি ইন-অ্যাপ একটি জরিপ করেছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফলাফলের বিষয়ে জানানো হয়। বিশ্বের ৩ লাখ ৪০ হাজার ভাইবার ব্যবহারকারী জরিপে অংশগ্রহণ করেন।

জরিপে ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং এশিয়া প্যাসিফিকসহ বিভিন্ন অঞ্চলের মানুষ অংশগ্রহণ করেন। এর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ (৮৯ শতাংশ উত্তরদাতা) ডিজিটাল গোপনীয়তাকে প্রয়োজনীয় বলে মনে করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের ৭৭ শতাংশ ভাইবার ব্যবহারকারী ডিজিটাল মাধ্যমে গোপনীয়তাকে গুরুত্বপূর্ণ মনে করেন।

জরিপে অংশ নেওয়া বিশ্বের ৭০ শতাংশ ভাইবার ব্যবহারকারী কথোপকথনের গোপনীয়তা সুরক্ষিত রাখতে চান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এ ছাড়া বিশ্বের ৭৯ শতাংশ এবং বাংলাদেশের ৮১ শতাংশ ব্যবহারকারী বলেন, তাঁরা যেকোনো গোপনীয়তা–সংক্রান্ত উদ্বেগের কারণে তাঁদের মেসেজিং অ্যাপ পরিবর্তন করবেন।

বিজ্ঞপ্তিতে ভাইবার জানিয়েছে, করোনা মহামারিতে প্রায় সব ক্ষেত্রে ডিজিটালাইজেশনের গতি ত্বরান্বিত হয়েছে। মানুষ পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে যুক্ত থাকতে অ্যাপ এবং ডিজিটাল মাধ্যমের দিকে ঝুঁকছে। জরিপের ফলাফলে দেখা যায়, তথ্যের গোপনীয়তা এখনো ব্যবহারকারীদের শীর্ষ অগ্রাধিকার।

ভাইবারের প্রধান নির্বাহী জ্যামেল আগাওয়া বলেন, এই ফল বাংলাদেশসহ সারা বিশ্বে গোপনীয়তার গুরুত্বকে তুলে ধরে। এ থেকে বোঝা যায়, গোপনীয়তা কখনোই গুরুত্বের তালিকায় পেছনে থাকতে পারে না। তথ্যের গোপনীয়তার সুরক্ষা ভাইবারের অগ্রাধিকারের শীর্ষে রয়েছে।

ভাইবার,ডিজিটাল গোপনীয়তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend