ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
১৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

মহামারির পর ফেসবুকভিত্তিক ব্যবসার ৭০ শতাংশের নেতৃত্বে নারী

মহামারির পর ফেসবুকভিত্তিক ব্যবসার ৭০ শতাংশের নেতৃত্বে নারী
মহামারির পর ফেসবুকভিত্তিক ব্যবসার ৭০ শতাংশের নেতৃত্বে নারী

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে করোনাভাইরাস মহামারি আঘাত হানার পর চালু হওয়া ফেসবুকভিত্তিক ব্যবসার ৭০ শতাংশেরই নেতৃত্বে আছেন নারী উদ্যোক্তারা।

আরও জানা গেছে, ইন্সটাগ্রামভিত্তিক ব্যবসার ৬৫ শতাংশের নেতৃত্ব দিচ্ছেন নারীরা।

আজ বিশ্ব নারী দিবস উপলক্ষে মেটা অনলাইন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন ও সমাজে ইতিবাচক পরিবর্তনে চালিকাশক্তি হিসেবে কাজ করার বিষয়গুলোকে উদযাপন করেছে।

এ দিবস উপলক্ষে প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানা গেছে।

মেটা আরও জানিয়েছে, ২০২১ সালের পর থেকে উদ্যোক্তা সংক্রান্ত বাংলাদেশি গ্রুপগুলোর ৪০ শতাংশই নারীরা তৈরি করেছেন।

মেটা জানিয়েছে, তারা বাংলাদেশে ফ্ল্যাগশিপ প্রশিক্ষণ কর্মসূচী #SheMeansBusiness (শি মিনস বিজনেস) শুরুর পরিকল্পনা করছে। এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নারী উদ্যোক্তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যবসা প্রসারে সহায়তা করা হবে।

গত ১ বছরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ১৮টি কমিউনিটি সংস্থা ও সরকারি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রায় ২৭৫টি প্রশিক্ষণ পরিচালনা করেছে মেটা। এতে ২০ হাজারেরও বেশি নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

একইসঙ্গে মেটা বাংলাদেশকে #BuyFromHer (বাই ফ্রম হার) প্রচারণায় অংশগ্রহণে অনুপ্রাণিত করছে। এই প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রামে স্থানীয় নারী উদ্যোক্তাদের কাছ থেকে কেনাকাটা করতে উদ্বুদ্ধ করা হয়।

ফেসবুকভিত্তিক ব্যবসা,৭০ শতাংশ,নারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend