ঢাকা | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ |
১৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

দেশের জন্য ফেসবুকে সাহায্য চাইলেন শ্রীলঙ্কার সেই গায়িকা

দেশের জন্য ফেসবুকে সাহায্য চাইলেন শ্রীলঙ্কার সেই গায়িকা
দেশের জন্য ফেসবুকে সাহায্য চাইলেন শ্রীলঙ্কার সেই গায়িকা

স্বাধীনতার পর এমন অর্থনৈতিক বিপর্যয় দেখেনি শ্রীলঙ্কা। সরকারের অদূরদর্শী পরিকল্পনা, প্রকল্প আর বিদেশি ঋণের কারণেই নাকি সংকটে পড়েছে শ্রীলঙ্কা। ইতোপূর্বে দেশটির সব মন্ত্রী পদত্যাগ করেছেন। রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ। দ্রব্যমূল্য ছাড়িয়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সবমিলিয়ে চরম অস্থিরতা বিরাজ করছে লঙ্কানদের দেশে।

এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার জন্য সাহায্য চাইলেন দেশটির জনপ্রিয় গায়িকা ইয়োহানি ডি’সিলভা। ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা ও স্ট্যাটাসে সাহায্যের আহ্বান জানান ইয়োহানি।

তিনি বলেন, ‘আশা করি পৃথিবীর সব জায়গা থেকে আমার ভক্তরা গানের বাইরেও মনের কিছু কথা বলার সুযোগ দেবেন। আমি কয়েক সপ্তাহ যাবত ভারতে আছি, কিন্তু আমার মন পড়ে আছে শ্রীলঙ্কায়। আমার দেশ ও দেশের মানুষ ইতিহাসের সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের কষ্ট দেখে ও তাদের পাশে থাকতে না পেরে বুকটা ভেঙে যাচ্ছে।’

নিজ দেশকে স্বর্গের মতো দাবি করে ইয়োহানি লিখেছেন, ‘গত কয়েক দিনে আপনারা হয়তো শ্রীলঙ্কা থেকে অনেক খারাপ খবর পাচ্ছেন, তবে আমি হলফ করে বলতে পারি, আমার বাড়ি এ দ্বীপরাষ্ট্র সত্যিই স্বর্গের মতো, যেখানে রয়েছে চমৎকার সব মানুষ, যাদের অনেকেই আমার বন্ধু ও ভক্ত। শিল্পী ও ব্যক্তি হিসেবে আমি সবসময়ই অরাজনৈতিক ছিলাম। আমি ও আমার দল কারও কোনো অনুগ্রহ বা সহায়তা গ্রহণে সতর্ক। ভবিষ্যতেও এ নীতি আমি বজায় রাখব, তবে আমার দেশের একজন প্রতিনিধি হিসেবে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমি নীরবতা ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে আমাদের দেশের গুরুতর পরিস্থিতি বিবেচনা করে দেশের মানুষের পক্ষে কথা বলতে চেয়েছি। আমি সবসময় বিশ্বাস করি যে, কথার চেয়ে কাজ উত্তম। আমি শ্রীলঙ্কার সতীর্থ শিল্পীদের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছি। তাদের অনুভূতিও আমার মতো। আপনাদের কাছে সমর্থন চাওয়ার জন্য আমি দুঃখিত, কিন্তু শ্রীলঙ্কার মানুষের এই কঠিন সময়ে এ সহায়তা দরকার।’

শ্রীলঙ্কা,yohani de silva,sri lankan singer
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend