ঢাকা | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ |
২৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি: সাকিবকে নোটিশ পাঠাবে বিসিবি

বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি: সাকিবকে নোটিশ পাঠাবে বিসিবি
বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি: সাকিবকে নোটিশ পাঠাবে বিসিবি

সম্প্রতি অনলাইন বেটিং সাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের শুভেচ্ছা দূত হয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এটি স্পোর্টস নিউজ ওয়েবসাইট হলেও তাদের আয়ের মূল উৎস অনলাইন বেটিং। এমন সাইটে সাকিবের শুভেচ্ছা দূত হওয়ার পর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

বেটিং সাইটে সাকিবের অন্তর্ভুক্তির অনুমতি দেওয়া হবে না জানিয়ে তাকে এই চুক্তির কারণ জানতে চেয়ে নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

বোর্ডের নিয়ম অনুযায়ী চুক্তিবদ্ধ ক্রিকেটারকে যেকোনো বাণিজ্যিক চুক্তি করার আগে বিসিবিকে অবহিত করা ও তাদের অনুমোদন নেওয়াটা বাধ্যতামূলক। যদিও সাকিব সেটি করেননি।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বোর্ড সভা শেষে বিসিবি প্রধান জানিয়েছেন, বেটিং সাইটের সঙ্গে থাকার বিষয়টি অনুমোদন করবে না বিসিবি।

তিনি বলেন, “আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রশ্নই উঠে না। কারণ আমরা তো অনুমতি দেবোই না। তার মানে আমাদের কাছে অনুমতি চায়নি। এরপর জানতে হবে আসলেই চুক্তিটা হয়েছে কিনা। আজকের মিটিংয়ে এটা উঠেছে, এটা কোন ভাবেই সম্ভব না। আমি বলেছি এমন চুক্তি হয়েছে কিনা তা সাকিবের কাছে জানতে চাওয়া হবে। নোটিশ দেওয়া হবে জানতে চেয়ে।”

বেটিং,সাকিব,বেটউইনার,বিসিবি,সাকিব আল হাসান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend