ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
১৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

বছরের সেরা মুহূর্তগুলির ইনস্টা রিল বানাবেন কী ভাবে?

বছরের সেরা মুহূর্তগুলির ইনস্টা রিল বানাবেন কী ভাবে?
বছরের সেরা মুহূর্তগুলির ইনস্টা রিল বানাবেন কী ভাবে?

কয়েক দিন পরেই শেষ হচ্ছে ২০২২!২০২৩ সালকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে গোটা বিশ্ব। বছর শেষে ২০২২-এর গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিকে স্মরণীয় করে রাখতে বিশেষ ফিচার নিয়ে এসেছে ইন্সটাগ্রাম। সহজ কয়েকটি স্টেপে এই ইনস্টা রিল তৈরি করে পোস্ট করতে পারবেন। ২০২২ সালের সেরা মুহূর্তগুলি সেখানে জায়গা করে নেবে। চাইলে কাস্টমাইজ করা যাবে এই রিল। বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে ২০২২ সালের সেরা মুহূর্তগুলি সিঙ্ক করার সুযোগ দিচ্ছে জনপ্রিয় এই সোশ্যাল প্ল্যাটফর্ম। কী ভাবে নিজের ২০২২ সালের মুহূর্তগুলি ব্যবহার করে ইন্সটা রিল তৈরি করবেন ভাবছেন? স্টেপ বাই স্টেপ গাইড দেখে নিন:

ইন্সটাগ্রাম - ২০২২ সালের সেরা মুহূর্তগুলির মাধ্যমে রিল তৈরি করবেন কী ভাবে?

  • Reel তৈরির জন্য ইন্সটাগ্রাম ওপেন করে স্ক্রিনের নীচের দিকে রিল বাটনে ট্যাপ করুন। এর পরে ডান দিকে উপরে ক্যামেরা আইকনে ট্যাপ করুন
  • এর পরে পছন্দের টেমপ্লেট সিলেক্ট করুন। এই জন্য স্ক্রিনের নীচে Templates অপশন সিলেক্ট করুন।
  • এখানে আপনি ইন্সটাগ্রাম - এর তৈরি করা বিভিন্ন টেমপ্লেট দেখতে পাবেন।
  • একবার টেমপ্লেট সিলেক্ট করার পরে রিলে নিজের ফোনের গ্যালারি থেকে ছবি অথবা ভিডিয়ো অ্যাড করতে পারবেন।
  • ছবি ভিডিয়োগুলি সিলেক্ট করার পরে ইন্সটাগ্রাম নিজে থেকেই আপনার ২০২২ রিকেপ রিল তৈরি করে দেবে। আপনি চাইলে সেভ সিলেক্ট করে নিজের ডিভাইসে এই রিল সেভ করতে পারবেন। অথবা ফলোয়ারদের সঙ্গে শেয়ার করার জন্য ইন্সটাগ্রাম - পোস্ট করতে পারবেন এই রিল।

এখানে যেনে রাখা প্রয়োজন শুধুমাত্র যে ছবি অথবা ভিডিয়ো ইন্সটাগ্রাম - সারা বছরে পোস্ট করেছেন সেই ছবি যে রিক্যাপ রিলে শেয়ার করা যাবে তেমন নয়। নিজের ফোনের গ্যালারি থেকে যে কোনও ছবি অথবা ভিডিয়ো ব্যবহার করেই প্রিসেটের মাধ্যমে এই রিল বানানো যাবে। একাধিক প্রিসেটের মধ্যে যে কোনও একটি বেছে নিয়ে রিল তৈরির কাজ শুরু করতে পারবেন।

প্রতিদিন সেরা মুহূর্তগুলি অনেকেই ইন্সটাগ্রাম - স্টোরি অথবা রিল হিসাবে শেয়ার করেন। কিন্তু গোটা বছরের সেরা মুহূর্তগুলি মনে করাতে ইন্সটাগ্রাম - এর এই নয়া উদ্যোগ ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে।

ইনস্টা,রিল,২০২২
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend