ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
২২ °সে
|
বাংলা কনভার্টার
walton

পদ ছাড়লেন ইউটিউব সিইও সুসান ওজস্কি

পদ ছাড়লেন ইউটিউব সিইও সুসান ওজস্কি
পদ ছাড়লেন ইউটিউব সিইও সুসান ওজস্কি

প্রায় এক দশক দায়িত্ব পালনের পর পদ থেকে পেশাজীবন থেকে ছুটি নিলেন ইউটিউবের সিইও সুসান ওজস্কি। ইউটিউবে তার স্থলাভিষিক্ত হবেন প্রতিষ্ঠানটির চিফ প্রোডাক্ট অফিসার নীল মোহন। ফলে তাকে সহায়তা করতে আরো অল্প কিছু দিন তিনি ইউটিউবে কাজ করবেন। (সূত্র : বিবিসি)

চাকরি ছাড়া বিষয়ে এক ব্লগপোস্টে ওজস্কি লিখেছেন, সিদ্ধান্ত নিয়েছি জীবনে নতুন অধ্যায় সূচনা করার। এখন মনোযোগ থাকবে আমার পরিবার, স্বাস্থ্য এবং আমার শখের বিষয়ের প্রতি।

ওই ব্লগপোস্টেই তিনি নীল মোহনের ইউটিউব টিভি চালু করার ব্যাপারে প্রশংসা করেন। সেই সঙ্গে ইউটিউব মিউজিক, প্রিমিয়াম এবং শর্টস চালুরও প্রশংসা করেন। এছাড়াও অ্যালফাবেটের চিফ এক্সিকিউটিভ সুন্দর পিচাই’র দাওয়াতে গুগল এবং অ্যালফাবেটের উপদেষ্টার ভূমিকা পালন করবেন বলেও নিশ্চিত করেছেন ওজিসিক্কি।

সুসান ওজস্কি গুগলের সঙ্গে যুক্ত হন ১৯৯৮ সালে, যখন গুগলের প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন এবং ল্যারি পেজ ওজিসিক্কির সিলিকন ভ্যালির বাসার গ্যারেজে গুগলকে দাঁড় করান। এরপর তিনি প্রতিষ্ঠানটির প্রথম মার্কেটিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তার ২৫ বছরের চাকরির জীবনে তিনি প্রথম বিশ জন কর্মীর একজন ছিলেন।

ইউটিউব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend