ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
২২ °সে
|
বাংলা কনভার্টার
walton

হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের সার্ভারে ত্রুটির সমস্যা সমাধান করেছে ফেসবুক

হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের সার্ভারে ত্রুটির সমস্যা সমাধান করেছে ফেসবুক
হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের সার্ভারে ত্রুটির সমস্যা সমাধান করেছে ফেসবুক

হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম এর আউটেজ সমস্যার সমাধান করেছে ফেসবুক। ভারতসহ বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষেরও বেশি মানুষ তাদের ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে সমস্যার কথা জানানোর পর প্রযুক্তিগত সমস্যা সমাধান করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফেসবুকের সার্ভারে ত্রুটির জন্য এমনটা হয়েছে বলে জানাগেছে।

শুক্রবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ১০টার পর থেকেই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

বড় ওয়েবসাইটগুলোর সার্ভারের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে ‘ডাউনডিটেক্টর’ নামে একটি ওয়েবসাইট। তারা জানিয়েছে, হাজার হাজার ব্যবহারকারী বিষয়টি নিয়ে প্রতি মুহূর্তেই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে অসুবিধার কথা জানিয়েছেন। ২০ হাজারের মতো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এ বিষয়ে রিপোর্ট করেছে।

বাংলাদেশ সময় রাত ১টার পরে এ সমস্যা থেকে মুক্তি মেলে ব্যবহারকারীদের। তবে এ বিষয়ে অফিসিয়ালি কিছু জানায়নি হোয়াটস্‌অ্যাপ-ইনস্টাগ্রামের কর্ণধার ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, সেবা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কারিগরি সমস্যাটির সমাধান করা হয়েছে।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারিও এমন সমস্যার মুখোমুখি হয়েছিলেন ফেসবুক ব্যবহারকারীরা।

ফেসবুক,হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের সার্ভারে ত্রুটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend