শিরোনাম দেখে যে কারও চোখ কপালে উঠতে পারে। অনেকে ধারণা থেকে বলতে পারেন, আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট কি তবে হ্যাক হলো! এমন ধারণা করাই স্বাভাবিক, আর এমনই হয়েছে। ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, অ্যাকাউন্টটি থেকে দেওয়া হয়েছে অদ্ভুত বেশ কয়েকটি পোস্ট।
ম্যারাডোনা মারা গেছেন ২০২০ সালের নভেম্বরে, ফুটবলের এই মহানায়কের প্রস্থানের চার বছর হয়ে গেছে। কিন্তু কিছুদিন পরপরই তাকে ঘিরে গুঞ্জন তৈরি হয়। তার মৃত্যুর কারণ, তাকে চিকিৎসা দেওয়া ডাক্তারের কর্তব্যে অবহেলার ব্যাপার নিয়ে কম জল ঘোলা হয়নি।
কিন্তু এবারের ব্যাপারটা যেন সব ছাড়িয়ে গেল! ম্যারাডোনার প্রায় ১ কোটি ২০ লাখ অনুসারীর অ্যাকাউন্ট থেকে পোস্ট, 'আমার মৃত্যুর খবর ঠিক না।' ধোঁয়াশা দূর হতে সময় লাগেনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও লা নাসিওন তাদের খবরে জানিয়েছে, আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
মঙ্গলবার মাঝ রাতে ম্যারাডোনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবরটি প্রকাশ করে টিওয়াইসি স্পোর্টস। তাদের খবরে বলা হয়, হ্যাক করার পর কয়েক ঘণ্টা ধরে হ্যাকাররা আর্জেন্টাইন কিংবদন্তির অ্যাকাউন্ট দখলে রেখেছে। এই সময়ে কয়েকটি পোস্ট করা হয়েছে অ্যাকাউন্ট থেকে। হ্যাক হওয়ার পর ম্যারাডোনার অ্যাকাউন্ট থেকে প্রথম পোস্টটি ছিল এমন, 'তোমরা নিশ্চয়ই জানো, আমার মৃত্যুর খবরটা ঠিক নয়।'
ম্যারাডোনার ছেলেরা অবশ্য দ্রুততার সঙ্গেই বিষয়টি পরিষ্কার করেন। ইনস্টগ্রামে পোস্ট করে তারা লিখেছেন, 'দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, দিয়েগো ম্যারাডোনার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে। আমরা অ্যাকাউন্টটি যতো দ্রুত সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখন অ্যাকাউন্ট থেকে যা কিছুই প্রকাশ করা হোক না কেন, তা বর্জন করা হবে।'
লা নাসিওনের খবরে বলা হয়েছে, আর্জেন্টিনার স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে প্রথম পোস্টটি করে হ্যাকাররা। প্রথম পোস্টে ম্যারাডোনার এক অনুসারী মজা করে মন্তব্য করেন, 'তাকে তো ভিনগ্রহের প্রাণীরা অপহরণ করে নিয়ে গেছে।' এই মন্তব্যের উত্তরে ম্যারাডোনার অ্যাকাউন্ট থেকে লেখা হয়, 'ফালতু কথা বলবে না।'
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজকে বিশ্বাস করেন; এমন পোস্ট করা হয় অ্যাকাউন্ট থেকে। লিওনেল মেসির প্রশংসা করে এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে সমালোচনা করে পোস্ট দেওয়া হয়। মেসিকে নিয়ে করা পোস্টে লেখা হয় 'দীর্ঘজীবী হও।' রোনালদোকে নিয়ে করা পোস্টে অশ্রাব্য গালি ব্যবহার করা হয়। এ ছাড়া আরেকটি পোস্টে লেখা হয়, 'স্বর্গে কোকাকোলা নেই, শুধু পেপসি।' কে বা কারা অ্যাকাউন্টটি হ্যাক করেছেন, তা এখনও জানা যায়নি। ফেসবুকে এখনও ম্যারাডোনার অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না।