ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
২১ °সে
|
বাংলা কনভার্টার
walton

বিশ্বের যে সমস্ত দেশে নিষিদ্ধ ফেসবুক

বিশ্বের যে সমস্ত দেশে নিষিদ্ধ ফেসবুক
বিশ্বের যে সমস্ত দেশে নিষিদ্ধ ফেসবুক

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ফেসবুক। আমাদের ওঠে এমন অনেকেই আছে জনতা ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত ঢুঁ মারতে থাকেন ফেসবুকে। মেটার মালিকাধীন সেই ফেসবুকে রয়েছে কয়েকশো কোটি ব্যবহারকারী। আট থেকে আশি প্রায় সব বয়সের মানুষই ব্যবহার করেন এই সোশ্যাল মিডিয়া অ্যাপ। বিশ্ব জুড়ে প্রায় সব বয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি। অনেকের আয়ের অন্যতম মাধ্যম ফেসবুক। তবে জানেন কি? বিশ্বের এমন কয়েকটি দেশ আছে যেখানে ফেসবুক নিষিদ্ধ। চীন: চীনের কেউ ফেসবুক ব্যবহার করেন না। ২০০৯ সাল থেকে চীনে ফেসবুক নিষিদ্ধ। জিনজিয়াং প্রদেশে মারাত্মক দাঙ্গার পর কর্মীদের বিরুদ্ধে সরকারি ক্র্যাকডাউনের অংশ হিসেবে মেটা মালিকানাধীন ফেসবুক নিষিদ্ধ ঘোষণা করা হয়। চীনে বিদেশি মিডিয়া প্ল্যাটফর্মের সীমাবদ্ধতা এবং বেসরকারি কন্টেন্টের সেন্সরশিপকে চীনের গ্রেট ফায়ারওয়াল বলা হয়। উত্তর কোরিয়া: বিশ্বের অন্যতম রক্ষণশীল দেশ উত্তর কোরিয়ায়ও ফেসবুক ব্যবহার করা যায় না। ২০১৬ সালে ও দেশে আনুষ্ঠানিক ভাবে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়। ঘোষণা করা হয় এই নিষিদ্ধকরণের পরও যদি কেউ অনুপযুক্ত উপায় ফেসবুক অ্যাক্সেস করার চেষ্টা করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে।

ইরান: ইরানেও ২০০৯ সালে বিতর্কিত নির্বাচন এবং গণবিক্ষোভের মধ্যে ফেসবুক নিষিদ্ধ করা হয়। যদিও কিছু ব্যবহারকারী ভিপিএন ব্যবহার করে ফেসবুক অ্যাক্সেস করেন। এরপর ইরান সরকার ভিপিএনর ব্যবহার আইনত অপরাধ ঘোষণা করে। ২০২০ সালে চীনের সঙ্গে মিলে একটি জাতীয় ইরানী ইন্টারনেট তৈরি করছে বলে ঘোষণা দেয় ইরান। কিউবা: কিউবায় আনুষ্ঠানিকভাবে ফেসবুক নিষিদ্ধ নয় কিন্তু এটি অ্যাক্সেস করা খুব কঠিন। শুধু রাজনীতিবিদ, কিছু সাংবাদিক এবং মেডিকেল স্টুডেন্টরা তাদের বাড়িতে আইনত ওয়েব অ্যাক্সেস করতে পারেন। বাকি সবার জন্যআইনিভাবে সংযোগ করার একমাত্র উপায় হল ইন্টারনেট ক্যাফে। এখানে আর একটা বিষয় হল কিউবার গড় আয় ২০ মার্কিন ডলার। আর ইন্টারনেট অ্যাক্সেস করতে প্রতি ঘন্টায় ৬ মার্কিন ডলার থেকে ১০ মার্কিন ডলারের খরচ হয়। ফলে এত খরচ দিয়ে বেশিরভাগ মানুষের পক্ষেই ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে না।

নিষিদ্ধ ফেসবুক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend