ঢাকা | শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ |
২২ °সে
|
বাংলা কনভার্টার
walton

ইন্দোনেশিয়ায় পেমেন্ট সেবা আনতে যাচ্ছে টিকটক!

ইন্দোনেশিয়ায় পেমেন্ট সেবা আনতে যাচ্ছে টিকটক!
ইন্দোনেশিয়ায় পেমেন্ট সেবা আনতে যাচ্ছে টিকটক!

ইন্দোনেশিয়ায় পেমেন্ট সেবা চালু করতে আগ্রহী টিকটক। এই লক্ষে পেমেন্ট লাইসেন্স পেতে দেশটির নিয়ন্ত্রক সংস্থার সাথে প্রাথমিক পর্যায়ের আলোচনাও করছে চীনা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

গত জুনে টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাও জি চিউ একটি ঘোষণায় জানান, শর্ট ভিডিও প্ল্যাটফর্মটি ইন্দোনেশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়।

দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বাইড্যান্সের মালিকানাধীন টিকটক ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সাথে আলোচনা করেছে। টিকটকের এই আবেদন অনুকূলভাবে দেখা হচ্ছে।

টিকটকের একজন মুখপাত্র জানান, একটি ইন্দোনেশিয়ান পেমেন্ট লাইসেন্স তাদের প্ল্যাটফর্মে স্থানীয় নির্মাতা এবং বিক্রেতাদের সাহায্য করবে।

পেমেন্ট লাইসেন্স পেলে টিকটক লেনদেন ফি থেকে আয় করতে পারবে এবং ক্রেতা-বিক্রেতারা অনলাইন কেনাকাটায় টিকটকের পেমেন্ট সেবা ব্যবহার করতে পারবে। যদিও এক্ষেত্রে এশীয় ই-কমার্স জায়ান্ট শপি এবং আলিবাবার লাজাডার সাথে সরাসরি প্রতিযোগিতায় নামবে টিকটক।

টিকটকে প্রতিমাসে ১২৫ মিলিয়ন ইন্দোনেশিয়ান ব্যবহারকারী রয়েছেন, যা ইউরোপের ব্যবহারকারীদের সমতুল্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিছুটা পিছিয়ে।

ইন্দোনেশিয়া,টিকটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend