সামাজিক যোগাযোগ জায়ান্ট মেটার বিরুদ্ধে স্পেনে ৫৯৮ মিলিয়ন ডলারের মামলা হয়েছে। বিজ্ঞাপন বাজারে অন্যায্য প্রতিযোগিতার অভিযোগে দেশটির ৮৩টি প্রকাশনা সংস্থার একটি সংগঠন এই মামলা করেছে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, সংবাদ প্রকাশকদের সংগঠন এএমআই গত শুক্রবারে একটি বাণিজ্যিক আদালতে মামলাটি দায়ের করেছে।
মামলার অভিযোগে বলা হয়, মেটা তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ‘বিশাল’ এবং ‘শ্রেণিবিন্যাসকৃত’ ব্যক্তিগত ডেটা ব্যবহার করে ‘পারসোনালাইজড’ বিজ্ঞাপন নকশা ও প্রচারের মাধ্যমে ব্যবসায়িক প্রতিযোগিতায় অন্যায্য সুবিধা ভোগ করে। তাদের দাবি ব্যবহারকারীদের অনুমতি না নিয়েই তাদের ব্যাক্তিগত ডেটা ব্যবহারের মাধ্যমে ডেটা সুরক্ষা আইন লঙ্ঘন করছে মেটা।
এ বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।