ওবায়দুল কাদের বলেন, 'সম্প্রতি ফেসবুকে আমার নামে ২০১টির মতো ভুয়া আইডির খোঁজ পাওয়া গেছে'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে ২০১টি ভুয়া আইডি রয়েছে বলে নিজেই জানিয়েছেন তিনি। শনিবার (১ মে) অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এ সময় ওবায়দুল কাদের বলেন, “সম্প্রতি ফেসবুকে আমার নামে ২০১টির মতো ভুয়া আইডির খোঁজ পাওয়া গেছে। এসব ভুয়া আইডি থেকে কে বা কারা উদ্দেশ্যমূলক বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে। যা আইনসিদ্ধ নয়।”
কাদের আরও বলেন, “তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। এই স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা বিষয়টি দেখছেন বলে আমাকে জানিয়েছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে-বিদেশে অপপ্রচার ও গুজবের কল্পকাহিনি ছড়াচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়টি আইনের আওতায় আনার বিষয়ে বিবেচনা করতে হবে।”
তিনি বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইন খারাপ বিষয়। আমি তাদের বলতে চাই, ফেক আইডি তৈরি করে যেসব গুজব, অপপ্রচার এবং মিথ্যাচার করা; প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুজব ছড়ানো এসব কি আইনসম্মত? এসব কি সমর্থনযোগ্য? এসবের ক্ষেত্রে যখন মামলা দায়ের হয় তখন বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে উচ্চকণ্ঠে সোচ্চার হয়।”
নিজের আইডিটি ভেরিফাইড https://www.facebook.com/obaidulqd উল্লেখ করে ওবায়দুল কাদের অন্য সব আইডি থেকে প্রচারিত বক্তব্য বা ছবি অথবা অন্য কোনও কনটেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান।