ঢাকা | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ |
২৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

সাইবার হয়রানি: চঞ্চল চৌধুরীর ধর্মীয় পরিচয় নিয়ে ফেসবুকে কটূক্তির জোয়ার

সাইবার হয়রানি: চঞ্চল চৌধুরীর ধর্মীয় পরিচয় নিয়ে ফেসবুকে কটূক্তির জোয়ার
সাইবার হয়রানি: চঞ্চল চৌধুরীর ধর্মীয় পরিচয় নিয়ে ফেসবুকে কটূক্তির জোয়ার

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী বিশ্ব মা দিবসে তার ভেরিফাইড ফেসবুক পাতায় তার মায়ের সাথে তোলা একটা ছবি পোষ্ট করেছিলেন। এর পর থেকেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ।

আলোচনা হচ্ছে অভিনেতা চঞ্চল চৌধুরীর ধর্মীয় পরিচয় নিয়ে। কারণ ছবিতে তার মাকে দেখা যাচ্ছে মাথায় সিঁদুর, হাতে শাঁখা-পলা পরা।

ফেসবুকে একপক্ষ চঞ্চল চৌধুরীর হিন্দু পরিচয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

আরেক পক্ষ বলছেন, তার ধর্মীয় পরিচয় এখানে মুখ্য বিষয় হতে পারে না। তিনি একজন অভিনেতা - এটাই দর্শকদের কাছে তার পরিচয় হওয়া উচিত। চঞ্চল চৌধুরীর ঐ ছবিতে ১৫ হাজারের বেশি মানুষ কমেন্ট করেন। এসব মন্তব্যের মধ্যে পক্ষে-বিপক্ষে নানারকম কথা রয়েছে।

চঞ্চল চৌধুরী নিজে তার ভেরিভাইড অ্যাকাউন্ট থেকে কমেন্ট বক্সে লেখেন "ভ্রাতা ও ভগ্নিগণ...আমি হিন্দু নাকি মুসলিম,তাতে আপনাদের লাভ বা ক্ষতি কি?? সকলেরই সবচেয়ে বড় পরিচয় 'মানুষ'। ধর্ম নিয়ে এসকল রুচিহীন প্রশ্ন ও বিব্রতকর আলোচনা সকল ক্ষেত্রে বন্ধ হোক...আসুন,সবাই মানুষ হই"।

চঞ্চল চৌধুরী,ফেসবুকে কটূক্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend