ঢাকা | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ |
২৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

ফেসবুকে এলো লাইভ অডিও ‍রুম ও পডকাস্ট

ফেসবুকে এলো লাইভ অডিও ‍রুম ও পডকাস্ট
ফেসবুকে এলো লাইভ অডিও ‍রুম ও পডকাস্ট

ব্যবহারকারীদের জন্য লাইভ অডিও রুম এবং পডকাস্ট ফিচার নিয়ে এসেছে ফেসবুক। সোমবার ফিচারটি অবমুক্ত করেছে প্রতিষ্ঠানটি। আপাতত যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু ব্যবহারকারী ও পরিচিত মুখ ফিচারটি ব্যবহারের সুবিধা পাবেন।

সামাজিক নেটওয়ার্ক ভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, অডিও টুল ব্যবহার করে নির্মাতারা যাতে সাউন্ডবাইট তৈরি করে নিয়ে আসতে পারে, সে ব্যবস্থাও করছেন তারা। আগামী সপ্তাহগুলোতে আরও ব্যবহারকারীর কাছে লাইভ অডিও রুম ও নতুন ফিচার পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে ফেসবুক। ফিচারে প্রবেশাধিকার পাওয়া খ্যাতনামা ব্যক্তিরা চাইলে বন্ধুদের, অন্যান্য ভেরিফাইড পরিচিত মুখদের এবং শ্রোতাদেরকে অডিও রুমে বক্তা হিসেবে টানতে পারবেন। খবর টেকক্রাঞ্চের

ফেসবুক বিবৃতিতে জানিয়েছে, অডিও রুমে আলোচনা চলার আগে বা চলাকালীনও বক্তা নির্বাচন করে দেওয়ার সুযোগ থাকবে আয়োজকের হাতে। সবমিলিয়ে ৫০ জন বক্তা থাকতে পারবে এক আয়োজনে।

ফেসবুক,লাইভ অডিও ‍রুম,পডকাস্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend