ঢাকা | শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ |
৩৫ °সে
|
বাংলা কনভার্টার
walton

সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ালেই কড়া ব্যবস্থা

সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ালেই কড়া ব্যবস্থা
সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ালেই কড়া ব্যবস্থা

সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ালে আর পার পাওয়া যাবে না । তৈরি করা হয়েছে ‘সোশ্যাল মিডিয়া মিনিটরিং সেল’। সোশ্যাল মিডিয়ায় চালানো হবে কড়া নজরদারি ।

পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় গুজব বন্ধ করতে এবং কুৎসা, অপপ্রচার ঠেকাতে কঠোর আইন নিয়ে আসা হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যেই কুৎসা এবং গুজব রটানোর অভিযোগে অনেককেই গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এবার ‘সাইবার ক্রাইম আইন’ আরও কড়া করা হচ্ছে বলেও জানানো হয়েছে। এই কারণে কোরিয়া সরকারের সহযোগিতায় চট্টগ্রামে একটি সাইবার ফরেনসিক ল্যাবরেটরিও স্থাপন করতে চলেছে বাংলাদেশ সরকার। গুজব রটনাকারীদের শাস্তি দেওয়ার জন্য ‘তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত’ স্থাপন করার বিষয়েও চলছে চিন্তাভাবনা।

পুলিশ এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ‘লিয়াজো অফিসার’ নিয়োগ করার কথা বলা হয়েছে। গুজব এবং মিথ্যা কথা রটানোর জন্য ইতিমধ্যেই বন্ধ করে দেওয়াও হয়েছে কয়েক হাজার অ্যাকাউন্ট ।

বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ আশা করি সব সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আমাদের দেশেও লিয়াজোঁ অফিস খোলা হবে। সেক্ষেত্রে সাইবার অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরাসরি তাদের সহায়তা নেওয়া যাবে। আগের তুলনায় দেশে সাইবার অপরাধ বেড়েছে। সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।’

সিআইডির সিপিসি ইউনিটের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক কামরুল আহসান বলেন, ‘অনেকে আর্থিকভাবে লাভবান হওয়ার কারণে কুৎসা ও গুজব ছড়ায়। আবার সরকারবিরোধী একটি চক্র বিদেশে থেকেও টাকার বিনিময়ে এই ধরনের কাজ করাচ্ছে। আমরা এদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’ নিচ্ছি।’

র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম বলেন, ‘আমাদের প্রতিটি ব্যাটালিয়নে সাইবার অপরাধের জন্য একটি টিম রাখা হয়েছে। তারা নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি চালান। অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ’

সোশ্যাল মিডিয়া,গুজব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend