আসন্ন ঈদুল আজহায় করোনার বিস্তার রোধে সচেতনতামূলক ভিডিও ব্লগিং কার্যক্রম হাতে নিয়েছে লিগ্যাল ইনিশিয়াটিভস ফর এনলাইটমেন্ট (লাইফ) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সম্প্রতি সংগঠনটির এ কার্যক্রম শুরু হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, ঈদ উদযাপন করতে গিয়ে বিভিন্ন কারণে জনসমাগম ঘটার সম্ভাবনা থাকে এবং মানুষের মধ্যে স্বাস্থ্যনীতি অনুসরণের ক্ষেত্রে এক ধরনের শিথিলতা পরিলক্ষিত হয়। জনসমাগম এবং এ শিথিলতাকে কেন্দ্র করে করোনা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সে আশঙ্কা থেকে লিগ্যাল ইনিশিয়াটিভস ফর এনলাইটমেন্ট এ সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে।
যেহেতু বাংলাদেশের জনসংখ্যার একটি বিশাল অংশ সামাজিক যোগাযোগমাধ্যম তথা ফেসবুক ও ইউটিউব ব্যবহারকারী, তাই করোনার বিস্তার রোধে সচেতনতামূলক ভিডিও ব্লগিং তৈরি করে ফেসবুক এবং ইউটিউবে ব্যপকভাবে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে লিগ্যাল ইনিশিয়াটিভস ফর এনলাইটমেন্ট।
শুরুতে বিভিন্ন পেশার পাঁচজন তরুণ-তরুণী এ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তারা করোনা রোধে বিভিন্ন ধরনেরর স্বাস্থ্য সচেতনতামূলক বার্তাসহ ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল) আইন-২০১৮’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা সহজবোধ্য ভাষায় সাধারণ জনগণের জন্য উপস্থাপন করবেন। লিগ্যাল ইনিশিয়াটিভস ফর এনলাইটমেন্টের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এ ভিডিও ব্লগগুলো দেখা যাবে।