অনলাইন সংস্করণ
২৩:৩৭, ০৩ সেপ্টেম্বর, ২০২১
ভারতে ৩০ লাখেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। জানা গেছে, শুধু ১৬ জুন থেকে ৩১ জুলাইয়ের মধ্যবর্তী সময়ে এ অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করা হয়েছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
ভারতের নতুন তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী সোস্যাল মিডিয়া কোম্পানিগুলোকে মাসিক কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশ করতে নির্দেশিকা জারি করা হয়েছে। আগস্টের শেষ দিনে সে রিপোর্ট প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।
রিপোর্টে জানা গেছে, মাত্র ৪৬ দিনের ব্যবধানে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৩০ লাখ ২৭ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে ফেসবুক মালিকানাধীন এ মেসেজিং অ্যাপটি।
মোট ৫৯৪টি অভিযোগ জমা পড়েছে হোয়াটসঅ্যাপের কাছে। যার মধ্যে অ্যাকাউন্ট সাপোর্টের ১৩৭টি, অ্যাকাউন্ট নিষিদ্ধ করার ৩১৬টি ও অন্যান্য সাপোর্ট চেয়ে আবেদন করা হয়েছে ৪৫টি। এছাড়া প্রডাক্ট সাপোর্টের অভিযোগ জমা পড়েছে ৬৪টি এবং নিরাপত্তা নিয়ে ৩২টি। মোট ৭৪টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।