ই-কমার্স কোম্পানি কিউকমের সিইও রিপন মিয়ার বিরুদ্ধে ‘চেক ডিজঅনারের’ মামলায় সমন জারি করেছেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আফনান সুমী এ সমন জারির আদেশ প্রদান করেন।
গত ২৭ এপ্রিল সমন জারির নির্দেশ দিয়ে আদালত বলেন আগামী ২৯মে আসামিকে স্ব-শরীরে আতালতে উপস্থিত হওয়ার জন্য।
বাংলাদেশি অন ডিমান্ড রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পিকমি লিমিটেডের শেয়ার ক্রয়ের বিপরীতে জনাব রিপন মিয়া বাদী জনাব ওমর আলীকে নির্দিষ্ট অংকের চেক প্রদান করেন।
কিন্তু বাদী চেকটি নগদায়নের জন্য বিগত ২৭-০২-২০২২ ইং তারিখে ব্যাংকে উপস্থাপন করলে চেকটি ২৮-০২-২০২২ ইং তারিখে তৃতীয় বারের মতো ডিজঅনার হয়।
ব্যাংক কর্তৃক চেকটি ডিজঅনার হলে বাদী তার আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে বিগত ২১-০৩-২০২২ ইং তারিখে আসামির প্রতি নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস এক্ট, ১৮৮১ এর ১৩৮(১) (খ) ধারায় লিগ্যাল নোটিশ প্রদান করেন।