ঢাকা | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ |
১৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

ইনফোসিসের ১২,৫০০ কোটি টাকার চুক্তি বাতিল

ইনফোসিসের ১২,৫০০ কোটি টাকার চুক্তি বাতিল
ইনফোসিসের ১২,৫০০ কোটি টাকার চুক্তি বাতিল

বড় ধাক্কা খেল ইনফোসিস। সংস্থার সিএফও পদ থেকে নীলাঞ্জন রায়ের হঠাৎ করে পদত্যাগ ইনফোসিসকে জোরাল ধাক্কা দিয়েছিল। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ১২,৫০০ কোটি টাকার (১.৫ বিলিয়ন ডলার) মেগা চুক্তি বাতিল হল। নীলাঞ্জন রায়ের পদত্যাগের দু-সপ্তাহের মধ্যে এআই কোম্পানির কাছে এই বড় ধাক্কা খেল নারায়ণ মূর্তির সংস্থা, ইনফোসিস।

এই শনিবার ইনফোসিস-এর পক্ষ থেকে ১২,৫০০ কোটি টাকার মেগা চুক্তি বাতিলের কথা ঘোষণা করা হয়। সংস্থার তরফে জানানো হয়, চলতি বছরের সেপ্টেম্বরে একটি আন্তর্জাতিক এআই কোম্পানির সঙ্গে ১২,৫০০ কোটি টাকার একটি চুক্তি হয়েছিল। আপাতত সেই মউ বাতিল করে দিয়েছে সংস্থাটি। তারাও আর এই চুক্তিটি এগিয়ে নিয়ে যেতে চায় না বলেও জানিয়েছে। তবে কোন এআই কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল এবং কেন চুক্তিটি বাতিল করা হল, সে বিষয়ে কিছু স্পষ্ট করেনি ইনফোসিস।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর হঠাৎ করে ইনফোসিসের সিএফও পদে ইস্তফা দেন নীলাঞ্জন রায়। ব্যক্তিগত কারণে তিনি ইস্তফা দিচ্ছেন বলে জানান। তবে হঠাৎ করে তাঁর পদত্যাগের ঘটনা সংস্থার বাণিজ্যিক ক্ষেত্রে একটি প্রভাব ফেলেছে। ধাক্কা খেয়েছে ইনফোসিসের শেয়ারও।

ইনফোসিস,১২,৫০০ কোটি টাকা,চুক্তি বাতিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend