ঢাকা | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ |
২৬ °সে
|
বাংলা কনভার্টার
walton

আইসিবি মোবাইল অ্যাপ উদ্বোধন

প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পুঁজিবাজারে গ্রাহক আকৃষ্টে কাজ করছে আইসিবি

প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পুঁজিবাজারে গ্রাহক আকৃষ্টে কাজ করছে আইসিবি
প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পুঁজিবাজারে গ্রাহক আকৃষ্টে কাজ করছে আইসিবি

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সব সেবা এখন গ্রাহকেরা পাবেন মোবাইল অ্যাপে। এ জন্য ‘মাইআইসিবি বিনিয়োগ হাতের মুঠোয়’ নামে নতুন অ্যাপ চালু করেছে প্রতিষ্ঠানটি।

এই অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠানটির গ্রাহকেরা মূল আইসিবির পাশাপাশি সহযোগী তিনটি প্রতিষ্ঠানের সেবাও ঘরে বসে পাবেন।

আইসিবির সহযোগী এ তিন প্রতিষ্ঠান হলো আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইএএমসিএল), আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (আইএসটিসিএল)।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে পরিচালিত এ অ্যাপ গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।

অ্যাপটি বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই ব্যবহার উপযোগী। অ্যাপটিতে মূল আইসিবির পাশাপাশি তিনটি সহযোগী প্রতিষ্ঠানের জন্য আলাদা চারটি আইকন বা বাটন রয়েছে। অ্যাপ ব্যবহার করে গ্রাহকেরা ঘরে বসে ট্যাক্স ও ইনভেস্টমেন্ট সার্টিফিকেট ডাউনলোড, আইসিবির মাধ্যমে কেনা বিভিন্ন মিউচুয়াল ফান্ডের ইউনিটের বিপরীতে হিসাব বিবরণী গ্রহণ; ঋণ নবায়ন ও ঋণ বাড়ানো, ব্যাংক ও এমএফএস সেবার মাধ্যমে অর্থ জমার সুবিধা পাবেন। এমনকি ঘরে বসে বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব খুলতে পারবেন আইসিবি সিকিউরিটিজে।

এ ছাড়া বিও হিসাবে টাকা জমা, শেয়ার, ট্রেজারি বিল, বন্ড ক্রয়-বিক্রয় ও টাকা উত্তোলনের আদেশ দিতে পারবেন।

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ উন্নয়নের চুড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই এগিয়ে যাওয়ার বিরাট কর্মযজ্ঞের একটি পালক হিসেবে যুক্ত হয়েছে আজকে মাই আইসিবি অ্যাপ।

গত বৃহস্পতিবার ১৬ মে রাজধানীর বিডিবিএল ভবনে অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মোবাইল অ্যাপ ‘মাই আইসিবি’ উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ সলিমুল্লাহ এসব কথা বলেন।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. সুবর্ণ বড়ুয়া। মোহাম্মদ সলিমুল্লাহ বলেন, এ সরকার যা বলছে তা করছে। সেই কর্মের অংশীদার আইসিবি এবং আইসিবির বিনিয়োগকারীরা। অর্থনৈতিক চাকার এগিয়ে যাওয়ার মূল উপাদান হলো বিনিয়োগ। বিনিয়োগ জীবন সংস্থার মান বাড়ায়। বিনিয়োগ উন্নয়ন বয়ে আনে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ৷ গড়ার জন্য বিনিয়োগের বিকল্প নেই।

তিনি আরও বলেন, আমাদের সকলকে একসাথে মিলে কাজ করতে হবে। আমরা যদি লাজ না করি তবে আমরা আবারও পিছিয়ে যাবো। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের হৃদয়ে বিশ্বাস রাখতে হবে। আৃরা আমাদের কর্ম দিয়ে চেষ্টা দিয়ে শ্রম দিয়েযদি আমরা পরিকল্পিত ভাবে কাজ করে যাই তবে আমরা একদিন আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো।

আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. সুবর্ণ বড়ুয়া বলেন, টেকনোলজির কোনো বিকল্প এগিয়ে যাওয়ার জন্য। ১০ বছর পরে আইসিবি এমন থাকবে না। এগিয়ে যাবে। আর এই এগিয়ে যাওয়ার জন্য প্রযুক্তির কোনো বিকল্প নেই।

তিনি বলেন, গত ৫০ বছরে ফাইন্যান্সিয়াল ইনক্লিশনে ফেল করেছে পুঁজিবাজার। মানুষকে এই বাজারে আনতে বিফল হয়েছে। তাই মানুষকে বাজারে আনার জন্য প্রযুক্তি ছাড়া আর কোনো উপায় নেই। আপনি যদি প্রযুক্তির ব্যবহার প্রয়োগ করতে আরও একদিন দেরি করেন, তবে আপনি এই একদিন পিছিয়ে যাবেন।

আইসিবি মোবাইল অ্যাপ,আইসিবি,মাইআইসিবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend