ঢাকা | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ |
২১ °সে
|
বাংলা কনভার্টার
walton

ঢাকা থেকে প্যারিসঃ ইউরোপের বৃহত্তম টেক এক্সপোতে যাচ্ছে রাইজআপ ল্যাবস

ঢাকা থেকে প্যারিসঃ ইউরোপের বৃহত্তম টেক এক্সপোতে যাচ্ছে রাইজআপ ল্যাবস
ঢাকা থেকে প্যারিসঃ ইউরোপের বৃহত্তম টেক এক্সপোতে যাচ্ছে রাইজআপ ল্যাবস

রাইজআপ ল্যাবস, বাংলাদেশের প্রখ্যাত টেক ও সফটওয়্যার কোম্পানি, আগামি ২২মে, ২০২৪ ভাইভাটেক প্যারিসে প্রদর্শনী করবে। প্রতি বছর মেগা এই টেক এক্সপোজিশনে বিভিন্ন দেশ থেকে টেক উদ্যোক্তা ও বড় প্রতিষ্ঠানরা তাদের উদ্ভাবন প্রদর্শনী করে। বাংলাদেশি প্রতিষ্ঠানের জন্য এটি একটি দারুণ সুযোগ, যেখানে টেক খাতে বাংলাদেশের অবদানকে তুলে ধরা যাবে আন্তর্জাতিক মঞ্চে। ইভেন্টটিতে রাইজআপ ল্যাবস এর পাশাপাশি বাংলাদেশের আরো সব খ্যাতিমান কোম্পানিদের মধ্যে থাকছে ব্রেন স্টেশন ২৩, বি.জে.আই.টি লিমিটেড, আস্থা আইটি এবং অন্যান্য টেক কোম্পানি। ভাইভা টেকনোলোজি, যা সংক্ষেপে ভাইভাটেক, একটি বিশাল মাত্রার টেক ইভেন্ট যেখানে প্রতি বছর ভিজিটরের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যায়। ইভেন্টটিতে ১৭০টির ও বেশি দেশ থেকে প্রদর্শক হোস্ট করে। এছাড়া থাকে ১১,৪০০+ স্টার্ট-আপ (প্রাথমিক পর্যায় থেকে শুরু করে ইউনিকর্ন এবং সেন্টোর), এবং বিশ্বের বড় সব কর্পোরেশন। ইনভেস্টর ও টেক ফার্মদের মাঝে যোগাযোগ সম্পন্ন করে তুলে দুর্দান্ত এই টেক ইভেন্টটি।

ভাইভাটেক একটি বিশাল প্ল্যাটফর্মও বটে। এখানে নতুন উদ্ভাবন, প্রযুক্তিগত সমাধান এবং যুগান্তকারী সব প্রযুক্তিগুলো শোকেজ করা হয়। নতুন সব উদ্ভাবন এবং প্রতিষ্ঠানগুলোকে ফান্ড করার জন্য ভেঞ্চার ক্যাপিটালিস্ট থেকে শুরু করে, ইনভেস্টমেন্ট ফান্ড এবং এঞ্জেল ইনভেস্টর সহ ২,৬০০র ও বেশি ইনভেস্টর উপস্থিত থাকে ইভেন্টটিতে। এন্টারপ্রাইজের প্রযুক্তিগত সাফল্যকে বজায় রাখার এবং উদ্ভাবনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দারুণ অবদান রাখে আন্তর্জাতিক এই টেক এক্সপো।

ভাইভাটেক বড় সব বিজনেস ডিল সাইন হওয়ার জন্য বিখ্যাত। ভাইভাটেকের ওয়েবসাইট অনুযায়ী এক্সিবিটররা বছরের ২৫% লিড জেনারেট করে থাকে এই ইভেন্টের মাধ্যমে। প্রযুক্তির অপার সম্ভাবনায় বিশ্বাসী যারা, তাদেরকেই আকৃষ্ট করে এই ইভেন্টটি। এ.আই, ওয়েব ৩.০, সাইবার সিকিউরিটি, অটোমেশন এবং বিভিন্ন সব যুগান্তকারী উদ্ভাবন প্রদর্শনীর মাধ্যমে ক্লায়েন্ট ফার্মরা প্রোডাক্ট বা সার্ভিসটি নিয়ে একটি স্পষ্ট ধারণা পেয়ে যায় এবং বেছে নেয় তাদের নতুন কর্পোরেট পার্টনার।

ভাইভাটেকের গেস্ট স্পীকার সেগমেন্টটি অত্যন্ত জনপ্রিয়। অসংখ্য প্যানেল, কিনোট বক্তৃতা, এবং জ্ঞান বিতরণ সেশনের মাধ্যমে জানা যায় অনেক কিছু, উপকৃত হয় উদ্যোক্তারা। উদাহরণস্বরূপ, গত বছরের স্পীকার হিসেবে ছিল টেক আইকন ইলন মাস্ক। এ বছরেও থাকছে মেটা ও লিংকডইন সহ বেশ কিছু বিগ টেক প্রতিষ্ঠানের প্রধান সব ব্যক্তিত্বরা।

ভাইভাটেকে অংশগ্রহণ করাকে দারুণ সুযোগ হিসেবে দেখছে রাইজআপ ল্যাবস। এই প্রসঙ্গে জনাব এরশাদুল হক, রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বলেনঃ উদ্ভাবনের সাথে জুড়ে থাকা এবং শ্রেষ্ঠত্ব প্রদান করা আমাদের মিশনের একটি মৌলিক অংশ। সেই জন্যেই এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মের প্রতি আমাদের দৃঢ় আগ্রহ, যেখানে একটি গ্লোবাল কমিউনিটির সাথে নেটওয়ার্ক করার, উদ্ভাবনী কার্যপ্রক্রিয়াগুলো কাছ থেকে দেখার, এবং সুযোগকে লুফে নেওয়ার জন্য আছে বিরাট অপরচুনিটি। এ ছাড়াও, আইটি ও উদ্ভাবনে আমাদের দেশের অগ্রগতিকে তুলে ধরার এই সুযোগে আমরা অনুপ্রাণিত।

৪ দিনের এই ইভেন্টটি প্যারিসে ২২-২৫ মে পর্যন্ত চলবে। ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং রাইজআপ ল্যাবস এর শোকেজ সংক্রান্ত তথ্য জানতে ভিজিট করুন ভাইভাটেক এর অফিশিয়াল ওয়েবসাইট

টেক এক্সপো,রাইজআপ ল্যাবস,ভাইভাটেক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend