রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরিফ জহির, তাঁর ভাই আসিফ জহির এবং তাঁদের মা কামরুন নাহারের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর বাইরে অনন্ত গ্রুপের পরিচালক সৈয়দ ইশতিয়াক আলমের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
এনবিআর গত রোববার (১ ডিসেম্বর) আয়কর আইনের ২২৩ ধারা অনুযায়ী এই ব্যক্তিদের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করে। এ-সংক্রান্ত নির্দেশনা এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল থেকে দেশের সব ব্যাংকে কার্যকরের জন্য পাঠানো হয়েছে।
বিভিন্ন ব্যাংকে পাঠানো এনবিআরের এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়, সরকারি রাজস্ব স্বার্থ সংরক্ষণের জন্য আয়কর আইনের ক্ষমতাবলে এসব ব্যক্তি ও তাঁদের পরিবারের (পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী, পুত্র-কন্যা) নামে ব্যাংকে পরিচালিত হিসাব থেকে (ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদিসহ) অর্থ উত্তোলন বা স্থানান্তর এবং লকার বা ভল্টে অর্থ বা সম্পদ থাকলে তা স্থানান্তর স্থগিত থাকবে।
ব্যাংক হিসাব জব্দের বিষয়ে জানতে চাইলে শরিফ জহির আজ মঙ্গলবার মোবাইল ফোনে দৈনিক কর্পোরেটকে বলেন, ‘এনবিআরের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংকে এ ধরনের চিঠি দেওয়ার পর আমরা বিষয়টি নিয়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আজকে পর্যন্ত আমাদের সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি। ফলে পুরো বিষয়টি আমাদের জন্য বিব্রতকর।’ তিনি আরও বলেন, ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমি একটি ব্যাংকের দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নিয়ে কিছু অনিয়মের বিষয়ে আমাকে পদক্ষেপ নিতে হচ্ছে। এ কারণে একটি গোষ্ঠী নানাভাবে আমাদের হয়রানির চেষ্টা করছে।’
অপর এক প্রশ্নের জবাবে শরিফ জহির বলেন, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তাতে আমাদের পক্ষে ব্যবসা করা চ্যালেঞ্জিং হয়ে পড়ে। ব্যাংকের দায়িত্বের বাইরে আমাদের যেসব ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, সেখানে ৩২ হাজার লোক কাজ করেন। ব্যক্তিগত ব্যাংক হিসাব জব্দ থাকলে পুরো গ্রুপের ব্যবসায় বিভিন্নভাবে নেতিবাচক প্রভাব পড়ে।