ঢাকা | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ |
১৬ °সে
|
বাংলা কনভার্টার
walton

আইডিআরএ’র নতুন চার সদস্য নিয়োগ

আইডিআরএ’র নতুন চার সদস্য নিয়োগ
আইডিআরএ’র নতুন চার সদস্য নিয়োগ

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন করে ৪জন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের নিয়োগ দিয়ে আলাদা চারটি প্রজ্ঞাপন জারি করেছে।

নিয়োগপ্রাপ্ত চারজন হলেন ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ (লাইফ), মেঘনা ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ), সাবেক অতিরিক্ত সচিব মো. ফজলুল হক সদস্য (প্রশাসন) এবং সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইল (আইন) ।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন ৪ সদস্যের চাকরি হবে চুক্তিভিত্তিক। তাদের মেয়াদ হবে সর্বোচ্চ ৩ বছর। যোগদানের তারিখ থেকে এই সময়সীমা গণনা হবে। তবে তারা সর্বোচ্চ ৬৭ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন। আইডিআরএ’র সদস্য হিসেবে যোগ দেওয়া আগে অবশ্যই তাদেরকে অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।

অন্তর্বর্তী সরকারের নির্দেশে চারজন সদস্য মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করায় গত ৭ নভেম্বর থেকে পদগুলো খালি ছিল। সেই চার সদস্যের মধ্যে দুজনের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা আরও সাত মাস পর। একজনের চুক্তি শেষ হতে বাকি ছিল দেড় বছর। আরেকজন যোগই দিয়েছিলেন গত জানুয়ারিতে, যাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালে। পদত্যাগকারী চারজন হলেন বিশ্বজিৎ ভট্টাচার্য, মো. দলিল উদ্দিন, মো. নজরুল ইসলাম ও কামরুল হাসান।

আইডিআরএ,নতুন চার সদস্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend