ঢাকা | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ |
৩০ °সে
|
বাংলা কনভার্টার
walton

চ্যাট জিপিটি-তে চাকরির সুবর্ণ সুযোগ,এক বছরেই কোটিপতি!

চ্যাট জিপিটি-তে চাকরির সুবর্ণ সুযোগ,এক বছরেই কোটিপতি!
চ্যাট জিপিটি-তে চাকরির সুবর্ণ সুযোগ,এক বছরেই কোটিপতি ! ছবি openai.com

কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে হাত পাকাতে চান? দারুণ সুযোগ আনল ওপেনএআই-এর আর্টিফিশিয়াল চ্যাটবট চ্যাটজিপিটি। যার প্রভাবে তথ্য-প্রযুক্তি দুনিয়ায় নানা মানুষের চাকরি যাচ্ছে তারাই এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করল। বার্ষিক কোটি টাকা বেতনে কোডিং জানা কর্মীদের চাকরি দিতে বিজ্ঞপ্তি জারি করল এই প্রতিষ্ঠানটি।

গত বছর নভেম্বর মাসে শুরু হয় ওপেনএআই তথা চ্যাটজিপিটির যাত্রা। বর্তমানে এই সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশে দারুণ পরিচয় গড়ে তুলেছে। বাংলাদেশেও এই চ্যাটজিপিটির ব্যবহার লাফিয়ে বাড়ছে। ক্রমশ বড় হচ্ছে সংস্থার পরিধি যা বজায় রাখতে এবং পরিষেবা গুছিয়ে তুলতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওপেনএআই।

কাদের চাইছে চ্যাট জিপিটি?

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুসারে, তারা এমন সব চাকরি-প্রার্থীর সন্ধানে রয়েছে যাদের কোডিং সহ মেশিন লার্নিং বিষয়ে পর্যাপ্ত দক্ষতা রয়েছে। সম্প্রতি একটি পডকাস্টে ওপেনএআই সংস্থার সুপার অ্যালাইনমেন্টের প্রধান দায়িত্বে থাকা জেন লেইক বলেন, তারা বেশ কয়েকজন রিসার্চ ইঞ্জিনিয়ার, রিসার্চ সাইনটিস্ট এবং রিসার্চ ম্যানেজার নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে।

তিনি বলেন, চলতি বছর শেষ হওয়ার আগে প্রায় ১০ জন এমন ইঞ্জিনিয়ারকে নিয়োগ করা হবে। আগামী বছর এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। কী ধরনের প্রার্থী চাইছেন তারা? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, তাঁদের কাছে অগ্রাধিকার এমন ব্যক্তি যে কোডিং সম্পর্কে ভালো ধারণা রাখে, মেশিন লার্নিং বিষয়ে জ্ঞান রয়েছে এবং সমালোচনামূলক চিন্তাভাবনার যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা সুরক্ষার অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

কত টাকা বেতন এবং কোন বিভাগে নিয়োগ?

জানা গিয়েছে, চ্যাট জিপিটির সুপার অ্যালাইনমেন্ট টিমের জটিল পরীক্ষা নিরীক্ষার নকশা তৈরি এবং সম্পাদনের দায়িত্ব থাকবে এই কর্মীদের উপর। নানা রিসার্চ ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা সামলাতে হবে, মেশিন লার্নিং প্রশিক্ষণের জন্য কোড তৈরি করা, ডেটাবেস গুলি পরিচালনা এবং সমস্যা সমাধান করতে হবে তাদের।

জেন লেইক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে পিএইচডি রয়েছে তারা এমন চাকরি-প্রার্থীদের চাইছি না, বরং এমন ব্যক্তি যারা উন্নত মেশিন লার্নিং মডেল তৈরি করতে পারবে এবং যাদের পরিচালনা দক্ষতার পাশাপাশি মেশিন লার্নিং বিষয়ে জ্ঞান থাকবে তাদেরকেই খুঁজছি আমরা।

যে সব কর্মীরা নিয়োগপত্র পাবেন তাদের বার্ষিক বেতন দেওয়া হবে ২,৪৫,০০০ ডলার থেকে ৪,৫০,০০০ ডলার (যা বাংলাদেশী মুদ্রায় ২.৫ কোটি টাকা থেকে প্রায় ৪ কোটি টাকা)। এই বেতন ছাড়াও আরও অনেক সুযোগ-সুবিধা রয়েছে যা আগ্রহী প্রার্থীরা ওপেনএআই-এর https://openai.com/careers ওয়েবসাইটে গিয়ে জানতে পারেন।

চ্যাট জিপিটি,চাকরি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend