ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ |
২৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার ডেভেলপমেন্টে ৪র্থ শিল্প বিপ্লবের ভূমিকা শীর্ষক ওয়েবিনার

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার  ডেভেলপমেন্টে ৪র্থ শিল্প বিপ্লবের ভূমিকা শীর্ষক ওয়েবিনার
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার ডেভেলপমেন্টে ৪র্থ শিল্প বিপ্লবের ভূমিকা শীর্ষক ওয়েবিনার

২০২১ সালের মধ্যে ৫জি ব্যাকবোন কানেকশন ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি্র ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব এবং ইন্টারনেট সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ উদ্দ্যেগে শনিবার (২৬ শে জুন) রাতে অনুষ্ঠিত হয়ে গেল “ক্যারিয়ার ডেভেলপমেন্টে ৪র্থ শিল্প বিপ্লবের ভূমিকা” শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, ফোর্থ ইন্ডাস্টি রেভ্যুলেশনের জন্য সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন তার সবচেয়ে প্রয়োজনীয় বিষয় ডিজিটাল কানেক্টিভিটি। আর ফাইভজি ফোর্থ ইন্ডাস্ট্রির মহাসড়ক। এই মহাসড়ক বাংলাদেশ তৈরি করতে পারবে এটা বোধ হয় পৃথিবীর কেউ ভাবে নাই। … ২০১৮ সালে আমরা বার্সেলোনায় ৫জি দেখেছি। এবং ২০১৮ সালের জুলাইয়ে আমরা বাংলাদেশে ৫জি টেস্ট করেছি। আর আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশে ৫জি প্রচলন করবো। একইসঙ্গে ৫জি দেওয়ার জন্য আমাদের যে ফাইবার অপটিক ব্যাকবোন তৈরি করা দরকার- হাওর-বাওড়, দ্বিপ- সমস্ত জায়গায় সেই ব্যাবকবোন তৈরি করে ফেলেছি। ২০২১ সালের পরে বাংলাদেশের কোনো ইউনিয়ন পাবেন না যে জায়গায় ৫জি প্রচলনের জন্য কানেক্টিভিটি পাবেন না।

মোস্তাফা জব্বার বলেন, আগামীতে উদ্ভাবন ও সৃজনশীলতা ছাড়া এগিয়ে যাওয়া যাবে না। কেননা মেধা আর সৃজনশীল মানবস্পদই পারবে চতুর্থ শিল্প বিপ্লবে নেত্বত্ব দিতে।

কেবল চতুর্থ শিল্পবিপ্লব নয় এর পরের সময়ের জন্যও নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব সবার জন্য সমান নয়; কারণ পৃথিবীটা ফ্লাট ল্যান্ড নয়। এ কারণেই যখন ইউরোপিয়ানরা চতুর্থ শিল্পবিপ্লবের জন্য ওয়ার্ল্ড ইকোনেমিক ফোরম কাঁপিয়ে নিয়ে বেড়িয়েছে, তখন জাপান একটু ভিন্ন সুরে কথা বলেছে। জাপান বলেছে, ফোর ইন্ড্রাস্ট্রিয়াল রেভ্যুলেশন ম্যাকানিক্যাল। আমরা ম্যাকানিক্যাল না, হিউম্যান সোসাইটি গড়তে চাই। এবং তাদের শ্লোগান সোসাইটি ৫.০। আমাদের জন্যও বিষয়টি তাই। আমরা কেবল যন্ত্র নির্ভর সভ্যতায় মানবজাতির অগ্রগতি হবে তাতে বিশ্বাসী নই। আমি মনে করি, আমাদের একটি মানবিক সভ্যতা গড়তে হবে। প্রযুক্তি মানুষের জন্য; কখনো মানুষের বিকল্প নয়।

মন্ত্রী আরো বলেন, আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ৭০ সাল থেকে দেখি। তার দূরদর্শীতা আমাকে মুগ্ধ করে। তিনি যেই জায়গাটায় বালাদেশের অগ্রগতি স্থির করেছেন,সেই জায়গাটার দিকেই যাচ্ছেন। যেই কাজটা সরকারের করণীয় ছিলো সেই কাজটায় তিনি অসাধারণ ভূমিকা পালন করছেন।

আয়োজনে ক্যারিয়ার ডেভেলপমেন্টে ৪র্থ শিল্প বিপ্লবের ভূমিকা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জনপ্রিয় প্লাটফর্ম প্রোগ্রামিং হিরো এর প্রতিষ্ঠাতা এবং সিইও ঝংকার মাহবুব। ঝংকার মাহবুব বলেন,আগে যত দীর্ঘ সময় লাগত পরিবর্তন আসার জন্য সেটা চতুর্থ শিল্প বিপ্পলবের এই সময়ে খুব অল্পেতে হয়ে যাচ্ছে। তরুনরা ঝুকছে মেশিন লার্নি, কৃত্তিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং আইওটি এর মতন অগ্রগামী প্রযুক্তিগুলোর দিকে।

ওয়েবিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এম পি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদেকুল আরেফিন,পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর স্বদেশ চন্দ্র সামন্ত, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর নাসিম আক্তার। বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ডক্টর গনেশ চন্দ্র সাহা এবং বাংলাদেশ ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর হাফিয মুহাম্মদ হাসান বাবু।

মূল প্রবন্ধ সম্পর্কে আলোচনার জন্য অলোচক হিসেবে বক্তব্য দেন অ্যামাজন ওয়েব সার্ভিসের টেকনিক্যাল লিডার মোহাম্মদ মাহাদী-উজ-জামান।

ওয়েবিনারে সভাপতিত্ব করবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), এবং সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ টি এম মাহবুবুর রহমান। পুরো আয়জনে সঞ্চালক হিসেবে থাকবেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক সম্রাট কুমার দে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,ক্যারিয়ার ডেভেলপমেন্টে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend