ঢাকা | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ |
১৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

স্মার্টফোন বাজারে আবারো শীর্ষে স্যামসাং

স্মার্টফোন বাজারে আবারো শীর্ষে স্যামসাং
স্মার্টফোন বাজারে আবারো শীর্ষে স্যামসাং

বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহের তৃতীয় প্রান্তিকের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস। আর প্রতিবেদনে অ্যাপল ভক্তদের জন্য সুখবর জানিয়েছে প্রতিষ্ঠানটি। কারণ তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহে পুনরায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে আইফোন নির্মাতা কোম্পানিটি। খবর জিএসএম এরিনা।

বরাবরের মতো তালিকার শীর্ষে রয়েছে স্যামসাং। গত বছরের একই সময়ের তুলনায় সরবরাহ ৬ শতাংশ কমলেও গত তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মোট স্মার্টফোন সরবরাহ হয়েছে ৩২ কোটি ৫৫ লাখ ইউনিট। মূলত আন্তর্জাতিকভাবে চিপসেট সঙ্কটের কাণে সরবরাহ কমেছে।

তৃতীয় প্রান্তিকে স্যামসাং ৬ কোটি ৯৪ লাখ ইউনিট ফোন সরবরাহ করেছে। যদিও আগের বছরের তুলনায় সেটি ১৩ শতাংশ কমেছে। বিপরীত চিত্র অ্যাপলের ক্ষেত্রে। আইফোন ১৩ এর প্রচুর চাহিদা ও আইফোন ১২ এর অবস্থান এখনও ভালো থাকার কারণে গত তিন মাসে অ্যাপল ৪ কোটি ৯২ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছে। আর ৪ কোটি ৪০ লাখ ইউনিট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে শাওমি।

অপো (৩ কোটি ৬৭ লাখ) এবং ভিভো (৩ কোটি ৪৩ লাখ) তালিকার শীর্ষ পাঁচে জায়গা করে রেখেছে।

স্যামসাং,স্মার্টফোন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend