সেপ্টেম্বরে ২০০ মেগাপিক্সেলের স্মার্টফোন সেন্সর উন্মুক্ত করেছিল স্যামসাং।তবে প্রতিষ্ঠানটি কোনো ফোন আনার ঘোষণা দেয়নি।
স্যামসাংয়ের সেই প্রসেসর ব্যবহার করে স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে লেনোভো মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা।
২০২২ সালের প্রথমার্ধে নতুন এ স্মার্টফোন বাজারে আসতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা।
মটোরোলার পাশাপাশি চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি একই সময়ে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন বাজারে আনার লক্ষ্যে কাজ করছে। পরিচিত টিপস্টার আইস ইউনিভার্সের তথ্যানুযায়ী, মটোরোলাই ২০০ মেগাপিক্সেল ক্যামেরার প্রথম স্মার্টফোন উন্মোচন করবে।
তবে মটোরোলা বা শাওমি কোনো প্রতিষ্ঠানই স্মার্টফোন সংক্রান্ত ও উন্মুক্ত সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। স্যামসাং আইএসওসেল এইচপি১ হচ্ছে প্রযুক্তি বিশ্বের প্রথম ২০০ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর, যেটিতে দশমিক ৬৪ মাইক্রোমিটার পিক্সেল ও ডায়নামিক পিক্সেল বাইন্ডিং প্রযুক্তি রয়েছে।