ঢাকা | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ |
২০ °সে
|
বাংলা কনভার্টার

১৭ মার্চে স্যামসাং এর ফোল্ডএবল ডিভাইসের দেখা মিলতে পারে

১৭ মার্চে স্যামসাং এর ফোল্ডএবল ডিভাইসের দেখা মিলতে পারে
মার্চেই আবারও ‘আনপ্যাকড’ ইভেন্ট স্যামসাংয়ের

মাত্র দুই মাস আগেই এক ‘আনপ্যাকড’ অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্যালাক্সি এস২১ আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। এরই মধ্যে নতুন আরেক আয়োজনের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি, দাওয়াত পত্রও পাঠানো শুরু করেছে সে লক্ষ্যে।

মার্চের ১৭ তারিখেই আয়োজন সারতে চাইছে দক্ষিণ কোরিয়ান জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে কিসের দেখা মিলবে তা নিয়ে এখন চলছে জল্পনা-কল্পনা। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট অনুমান করছে, নতুন ফোল্ডএবল ডিভাইসের দেখা মিলতে পারে।

অনুমানের পেছনে অবশ্য কারণও রয়েছে। গত বছরের এ সময়টিতে গ্যালাক্সি জেড ফ্লিপ দেখিয়েছিল প্রতিষ্ঠানটি। জানুয়ারির উন্মোচনের সময়ও ফোল্ডাএবল ডিভাইসের ব্যাপারে কিছু বলেনি স্যামসাং। তাই আশার পাল্লা ওই দিকটাতেই বেশি ভারী।

আবার প্রথমবারের দেখা মিলতে পারে এক্সিনস ক্ষমতাসম্পন্ন এএমডি জিপিইউ উইন্ডোজ ১০ পিসি’র। অনেকদিন ধরেই গুজব রটছে ডিভাইসটিকে ঘিরে। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে স্যামসাংয়ের যেসব তথ্য ফাঁস হয়েছে, সেগুলোর একটি হলো – সবার আগ্রহের বস্তুতে পরিণত হওয়ার সুযোগ পেতে পারে মধ্য-সীমার ডিভাইস গ্যালাক্সি এ সিরিজ।

উল্লেখ্য, বাংলাদেশ সময় রাত ৯ টায় পর্দা ওঠার কথা রয়েছে আয়োজনটির।

আনপ্যাকড,স্যামসাং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend