ঢাকা | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ |
২৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

ভিভোর ওয়াই১ স্মার্টফোন বাজারে

ভিভোর ওয়াই১ স্মার্টফোন বাজারে
ভিভোর ওয়াই১ স্মার্টফোন বাজারে

ভিভোর ওয়াই১ এস স্মার্টফোন বাজারে এসেছে।

ফোনটি ৮ হাজার ৯৯০ টাকায় কেনা যাবে।

নির্মাতা প্রতিষ্ঠান জানায়, স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ২২ ইঞ্চির হালো ফুলভিউ ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১৫২০ ও ৭২০ এইচডি প্লাস । ফোনটির স্ক্রিন টু বডি অনুপাত ৮৮ দশমিক ৬ শতাংশ। ফলে ভিডিও দেখা এবং গেইম খেলার ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। ¯স্লিম বডির এ ফোনটির ওজন মাত্র ১৬১ গ্রাম এবং থিকনেস ৮ দশমিক ২৮ মিলিমিটার।

স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট ফিচারসহ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪০৩০ এমএএইচের ব্যাটারি। এতে ২ জিবির র‌্যাম রয়েছে।

রয়েছে ৩২ জিবি রম এবং ২৫৬ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি ব্যবহার করা যাবে এতে।

৫ মেগাপিক্সেলের ১ দশমিক ৮ অ্যাপরচার ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের ২ দশমিক ২ অ্যাপারচার ব্যাক ক্যামেরা রয়েছে ফোনটিতে।

অলিভ ব্ল্যাক ও অরোরা ব্লু এই দুই কালারের ফোনটিতে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ফানটাচ ওএস ১০ দশমিক ৫ অপারেটিং সিস্টেম রয়েছে।

ভিভো ওয়াই১
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend