ঢাকা | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ |
২৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

আইফোনকে টেক্কা দিতে চলতি সপ্তাহেই ফিচার প্যাকড ফোন আনছে স্যামসাং

আইফোনকে টেক্কা দিতে চলতি সপ্তাহেই ফিচার প্যাকড ফোন আনছে স্যামসাং
আইফোনকে টেক্কা দিতে চলতি সপ্তাহেই ফিচার প্যাকড ফোন আনছে স্যামসাং

২০২৩ সালের ফ্ল্যাগশিপ লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে Samsung। 1 ফেব্রুয়ারি বাজারে আসছে Samsung Galaxy S23 সিরিজ। বিগত কয়েক সপ্তাহ ধরেই এই ফোন সম্পর্কে একের পর এক নতুন রিপোর্ট সামনে এসেছে। ফলে এই ফোনের দাম ও স্পেসিফিকেশন লঞ্চের আগেই ফাঁস হয়েছে। Galaxy S23 সিরিজে 3টি ফোন আনছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। Galaxy S23 ছাড়াও থাকছে Galaxy S23 Plus ও Galaxy S23 Ultra। নতুন মডেলের ডিজাইনে খুব বেশি পার্থক্য চোখে পড়বে না। বরং স্পেসিফিকেশনে জোর দিয়েছে Samsung। প্রসেসর, ক্যামেরা ও অন্যান্য বিভাগে স্পেসিফিকেশন উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে।

1 ফেব্রুয়ারি লঞ্চ হবে Samsung Galaxy S23 সিরিজ। Galaxy Unpacked ইভেন্ট থেকে গোটা দুনিয়ার সামনে এই ফোন নিয়ে আসবে Samsung।

ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টে Samsung Galaxy S23 সিরিজের বিভিন্ন ফোনের দাম প্রকাশ্যে এসেছে। Galaxy S23-র দাম শুরু হতে পারে 799.99 মার্কিন ডলার থেকে। Galaxy S23 Plus-এর দাম শুরু হতে পারে 999.99 মার্কিন ডলার থেকে। এছাড়াও Galaxy S23 Ultra-র দাম শুরু হতে পারে 1,199.99 মার্কিন ডলার থেকে।

Samsung Galaxy S23 Ultra: সম্ভাব্য স্পেসিফিকেশন samsung-galaxy-s23-ultra-S23 সিরিজের প্রিমিয়াম ফোন Samsung Galaxy S23 Ultra। এই ফোনে থাকবে 6.8 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট পাবেন। Samsung - এর সবথেকে শক্তিশালী এই ফোনে থাকবে Snapdragon 8 Gen 2 চিপসেট। এই ফোনের পিছনে থাকবে 200 MP প্রাইমারি ক্যামেরা। সঙ্গে 12 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 10 MP টেলিফটো ক্যামেরা ও 10 MP পেরিস্কোপ ক্যামেরা দিতে পারে স্যামসাং। এই ফোনে থাকতে পারে 5,000 mAh ব্যাটারি ও 45 W ফাস্ট চার্জিং সাপোর্ট।

samsung-galaxy-s23-galaxy-s23-plus-​Samsung Galaxy S23-তে থাকবে 6.1 ইঞ্চি FHD+ ডিসপ্লে। সেখানে 120 Hz রিফ্রেশ রেট পাবেন। অন্যদিকে Galaxy S23 Plus ফোনে থাকছে 6.6 ইঞ্চি 120 Hz রিফ্রেশ রেট AMOLED ডিসপ্লে। দুটি ফোনেই 50 MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে থাকবে 12 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 10 MP টেলিফটো সেন্সর। Samsung Galaxy S23-তে থাকবে 3,900 mAh ব্যাটারি ও 25 W ফাস্ট চার্জিং। অন্যদিকে Galaxy S23 Plus-এ থাকবে 4,700 mAh ব্যাটারি ও 45 W ফাস্ট চার্জিং সাপোর্ট।

স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা স্পেশিফিকেশনস

performance Qualcomm Snapdragon 875
display 6.8 inches (17.27 cm)
storage 128 GB
camera 108 MP + 10 MP + 10 MP + 12 MP + 0.3 MP
battery 5000 mAh
ভারতে দাম 69304
ram 12 GB
আইফোন,টেক্কা,স্যামসাং,Samsung Galaxy S23
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend