ঢাকা | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ |
১৬ °সে
|
বাংলা কনভার্টার

‘সোনায় মোড়ানো আইফোন’ হারিয়েছেন উর্বশী

‘সোনায় মোড়ানো আইফোন’ হারিয়েছেন উর্বশী
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ছবি: ইনস্টাগ্রাম

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা চলচ্চিত্র নিয়ে যতটা না আলোচনায় আসেন, তার চেয়ে বেশি আলোচনায় আসেন ক্রিকেট নিয়ে। এর আগে ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত এবং পাকিস্তানি ফাস্ট বোলার নাসিম শাহর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। এবার ক্রিকেট–সংক্রান্ত খবরের শিরোনাম হয়েছেন উর্বশী।

ঘটনাটি মূলত বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের। দুই প্রতিবেশীর উত্তাপের ম্যাচটি ঘিরে বেশ সরব ছিলেন উর্বশী। ম্যাচে নিজের দেশ ভারত জেতায় খেলা শেষে আরও বেশি উচ্ছ্বসিত হওয়ার কথা তাঁর। কিন্তু যতটা খুশি হওয়ার কথা, ততটা পারছেন কই!

ম্যাচ দেখতে গিয়ে গতকাল শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যে নিজের মুঠোফোনটাই হারিয়ে এসেছেন। তা–ও আবার যেনতেন ফোন নয়, তাঁর হারিয়ে ফেলা ফোনটি ছিল ‘২৪ ক্যারেট সোনায় মোড়ানো আইফোন’। আইফোন হারানোর খবরটি উর্বশী নিজেই নিশ্চিত করেছেন। ঘটনার পর আহমেদাবাদ পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন এই অভিনেত্রী।

অভিযোগনামার কপি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে উর্বশী লিখেছেন, ‘নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৪ ক্যারেটের আসল সোনার আইফোন হারিয়ে ফেলেছি। যদি কেউ পেয়ে থাকেন, দয়া করে সাহায্য করবেন। যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একাধিক ভিডিও পোস্ট করেন উর্বশী। যার একটিতে দেখা যায় তাঁর হাতে ভারত-পাকিস্তান ম্যাচের একাধিক টিকিট। অন্য ভিডিওগুলোয় গ্যালারিতে গানের তালে তালে তাঁকে ম্যাচ উপভোগ করতে দেখা যায়। এ ছাড়া স্টেডিয়ামে প্রবেশের সময়কার ভিডিও স্টোরিতে পোস্ট করেছেন উর্বশী। তবে শেষ পর্যন্ত ফোন হারানোয় তাঁর এ আনন্দ রূপান্তরিত হয়েছে হতাশায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর অনেকে তাঁর ফোন হারানো নিয়ে সহানুভূতি প্রকাশ করলেও কেউ কেউ আবার হাস্যরসও করেছেন। তাঁর মতোই ফোন হারানো একজন লিখেছেন, ‘প্রায় ৬০টির মতো ফোন হারানো গেছে। আমিও হারিয়েছি। আশা করি, পুলিশ সেগুলো খুঁজে পাবে। এমনকি ফোনের লাইভ লোকেশনও দেখা যাচ্ছিল। পুলিশ বলেছে, তারা কিছু করতে পারবে না। কারণ, পুলিশ ভিআইপিদের নিরাপত্তা দিচ্ছে, যে কারণে কর্মীর সংকট দেখা দিয়েছে।’

অন্য একজন কৌতুক করে লিখেছেন, ‘২৪ ক্যারেট সোনার কথা না লেখা উচিত ছিল। কারণ, চোর এখন ফোন বেচার জন্য বাজারে না গিয়ে জুয়েলারিতে যাবে। তাতে সে আরও বেশি টাকা পাবে।’

সোনায় মোড়ানো আইফোন,উর্বশী রাউতেলা,ভারত–পাকিস্তান ম্যাচ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend