ঢাকা | শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ |
৩৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

বাজারে আসা নতুন এই ফোনে আছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা

বাজারে আসা নতুন এই ফোনে আছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা
অনার ৯০ । ছবি- সংগৃহীত

বাংলাদেশে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধার ‘অনার ৯০’ মডেলের স্মার্টফোন উন্মোচন করেছে চীনের মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠান অনার।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে নতুন স্মার্টফোন উন্মোচনের পাশাপাশি বাংলাদেশে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর গুও ল্যাং, ব্যবসাপ্রধান আবদুল্লাহ আল মামুন, পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অনার বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, ৬.৭ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে ২০০ মেগাপিক্সেলের ফোরকে প্রযুক্তির ক্যামেরার পাশাপাশি ১২ ও ২ মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফলে ফোনটির মাধ্যমে সহজেই উন্নত রেজল্যুশনের ছবি তোলা যায়। ১২ গিগাবাইট র‍্যাম ও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, ফলে দীর্ঘ সময় ভিডিও দেখার পাশাপাশি গেমও খেলা সম্ভব।

অনার ৯০ মডেলের স্মার্টফোন হাতে অতিথিরা | ছবি - সংগৃহীত

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ (ন্যানোমিটার) প্রসেসরে চলা ফোনটিতে ৬৬ ওয়াটের সুপারচার্জিং সুবিধা থাকায় মাত্র ৪৫ মিনিটের মধ্যেই পুরো চার্জ করা সম্ভব। ম্যাজিক ইউআই ৭.১ (অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং) সিস্টেমে চলা ফোনটির পর্দার রেজল্যুশন ২৬৬৪ বাই ১২০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর ফলে উন্নত রেজল্যুশনের ভিডিও দেখার পাশাপাশি উন্নত গ্রাফিকসের গেম খেলা যায়। ডায়মন্ড সিলভার ও মিডনাইট ব্ল্যাক দুটি রঙে তৈরি ফোনটির দাম ধরা হয়েছে ৫৬ হাজার ৯৯৯ টাকা।

উন্মোচন করা হলেও এখনই বাজারে পাওয়া যাবে না ‘অনার ৯০’। তবে আগ্রহী ক্রেতারা ২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফোনটি কেনার জন্য অগ্রিম নিবন্ধন করতে পারবেন। অগ্রিম নিবন্ধন করা ব্যক্তিদের উপহার দেওয়া হবে বলে জানিয়েছে অনার বাংলাদেশে।

অনার ৯০,২০০ মেগাপিক্সেলের ক্যামেরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend