ঢাকা | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ |
২৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

অপোকে সরিয়ে চিনের স্মার্টফোন বাজারে শীর্ষে ভিভো

অপোকে সরিয়ে চিনের স্মার্টফোন বাজারে শীর্ষে ভিভো
অপোকে সরিয়ে চিনের স্মার্টফোন বাজারে শীর্ষে ভিভো

মার্চের দ্বিতীয় সপ্তাহে চীনের স্মার্টফোন বাজারে অপোকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে ভিভো। মূলত দুটি বাজেট ফোন ওয়াইথ্রি এবং এসনাইন দিয়েই শীর্ষস্থানে উঠে আসে প্রতিষ্ঠানটি।

কাউন্টারপয়েন্ট রিসার্চ এর সাপ্তাহিক এক পরিসংখ্যানে এ তথ্য জানা যায়। ১৩তম সপ্তাহে ভিভো ২৪ শতাংশ বাজার শেয়ার নিয়ে অপোকে ছাড়িয়ে যায়, যেখানে অপোর বাজার শেয়ার ২১ শতাংশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং চিপ সংকটের মধ্যেও ১৫ শতাংশ বাজার শেয়ার নিয়ে তৃতীয় অবস্থানে আছে হুয়াওয়ে।

২০১৯ সালের আগস্টে নেক্স থ্রি ফাইভজি এবং সেপ্টেম্বরে আইকিওও প্রো ফাইভজি স্মার্টফোন বাজারজাত শুরু করে ভিভো। এ দুটি সেটের মাধ্যমে ফাইভজি স্মার্টফোন বাজারজাত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভিভো অন্যতম স্থান লাভ করে।

ফেব্রুয়ারিতে ভিভোর ফাইভজি স্মার্টফোন বিক্রির হার ৭৬ শতাংশ বৃদ্ধি পায়। বর্তমানে বাজারে ভিভোর ফ্ল্যাগশিপ নেক্স, এক্স, এস, ওয়াই সিরিজের স্মার্টফোন এবং সাব ব্র্যান্ড আইকিউওও-এর স্মার্টফোন রয়েছে।

ভিভোর নেক্স এবং এক্স সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ক্যামেরা ফিচারে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। অন্যদিকে এস এবং ইউ সিরিজের ফোনগুলো ক্রেতাদের চাহিদার পরিপ্রেক্ষিতে ভ্যালু ফর মানি ক্যাটাগরিতে রাখা হয়েছে।

ফোনের ক্যামেরাকে আরো শক্তিশালী করতে জার্মানির অপটিক্যাল এক্সপার্ট কার্ল জেইসের সঙ্গে চুক্তি করেছে ভিভো।

শীর্ষে ভিভো,চিনের স্মার্টফোন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend