ঢাকা | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ |
২৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

শাওমি মাত্র ১ মিনিটে বিক্রি করলো প্রায় ৪৫৬ কোটি টাকার এমআই মিক্স ফোল্ড !

শাওমি মাত্র ১ মিনিটে বিক্রি করলো প্রায় ৪৫৬ কোটি টাকার এমআই মিক্স ফোল্ড !
এক মিনিটেই ৩০ হাজার এমআই মিক্স ফোল্ড বিক্রি !

গতকাল ছিল শাওমি-র প্রথম ফোল্ডেবল স্মার্টফোন এমআই মিক্স ফোল্ড-এর প্রথম ফ্ল্যাশ সেল। শাওমির ঘরের মার্কেটে অর্থাৎ চিনে ফোনটির মারাত্মক চাহিদার পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল। সেল শুরুও হতেই ভবিষ্যতবাণী অক্ষরে অক্ষরে মিলে গেল। নিমেষে Mi Mix Fold স্মার্টফোনের স্টক গায়েব!

ফোন বিক্রি করে এক মিনিটেই শাওমি ঘরে তুলেছে ৬১.৩ মিলিয়ন ডলার৷ যা প্রায় ৪৫৬ কোটি টাকার সমান। সহজ গাণিতিক ভাষায় বললে, শাওমি এক মিনিটে ৩০ থেকে ৪০ হাজার বা প্রতি সেকেন্ডে পাঁচ শতাধিক ফোল্ডেবল ফোন বিক্রি করেছে।

উল্লেখ্য, এমএই মিক্স ফোল্ড তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ ইউয়ান (প্রায় ১,১৪,১২৩ টাকা) ও ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ ইউয়ান (প্রায় ১,২৫,৫৩৭ টাকা)। এছাড়াও Kevlar Texture এর সাথে ফোনটির ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজের আরও একটি ভ্যারিয়েন্ট আছে। যার দাম ১২,৯৯৯ ইউয়ান (প্রায় ১,৪৮,৩৬৪ টাকা)।

শাওমি এমআই মিক্স ফোল্ড এর প্রত্যেকটি ভ্যারিয়েন্টেই রয়েছে ১০৮+ ৮+১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট, এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০২০ এমএইচ ব্যাটারি। আবার এটি ৮.১ ইঞ্চি প্রাইমারি (কোণাকুণি) ইন-ফোল্ডিং WQHD+ রেজোলিউশনের (২৪৮০x১৮৬০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছে। বাইরের দিকে ৬.৫২ ইঞ্চি ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৮৪০x২৫২০ রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে।

এমআই মিক্স ফোল্ড,Mi Mix Fold,শাওমি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend