ঢাকা | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ |
১৫ °সে
|
বাংলা কনভার্টার

২০২৫ সাল নাগাদ ডেনমার্ক, সিঙ্গাপুর ও হংকংকে ছাড়িয়ে যাবে বাংলাদেশের জিডিপি

২০২৫ সাল নাগাদ ডেনমার্ক, সিঙ্গাপুর ও হংকংকে ছাড়িয়ে যাবে বাংলাদেশের জিডিপি
২০২৫ সাল নাগাদ ডেনমার্ক, সিঙ্গাপুর ও হংকংকে ছাড়িয়ে যাবে বাংলাদেশের জিডিপি

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ৫১৬ দশমিক ২৪ বিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মোট দেশজ উৎপাদন বা জিডিপি'র পারফরম্যান্সে যা ডেনমার্ক, সিঙ্গাপুর ও হংকং- এর মতো উন্নত অর্থনীতিকে ছাড়িয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক দাতা গোষ্ঠীটি ২০২৫ সালে ডেনমার্কের জিডিপি ৪৮৪ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছানোর আভাস দিয়েছে। একইসময়, সিঙ্গাপুর ও হংকংয়ের অর্থনীতি যথাক্রমে ৪৬১ দশমিক ৫১ ও ৪৫২ দশমিক ১০ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

গত মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়।

সে অনুসারে, ২০২৫ সাল নাগাদ ৫০০ বিলিয়ন ডলার প্লাস অর্থনীতি নিয়ে ইউরোপের নরওয়ে (৪৯৭.৫৫ বিলিয়ন), এশিয়ার ফিলিপাইন (৫০৬.৬৬ বিলিয়ন) এবং এমনকি খনিজ তেল সমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাতের (৪৮০.০৩ বিলিয়ন) চেয়ে বড় হবে দেশের অর্থনীতি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এর তথ্যানুসারে, ২০২১ অর্থবছরে দেশের জিডিপির আকার ছিল ৩৫৫ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ৩২৩ বিলিয়ন ডলারের চেয়ে বেশি।

তবে চলতি অর্থবছরে বাংলাদেশের জন্য ৬.৫৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির আভাস দিয়েছে আইএমএফ। ২০২৫ অর্থবছরে যা ৭.২ শতাংশ হবে।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, "সামষ্টিক অর্থনীতিকে একটি বাজার হিসাবে ধরলেই কেবল এসব তুলনা গুরুত্বপূর্ণ হবে।"

"কিন্তু আমরা যদি এসব অর্জনের প্রকৃত প্রভাব জানতে চাই তাহলে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক অন্তর্ভুক্তিসহ অন্যান্য দিকে কী পরিবর্তন হবে সেটা বিশ্লেষণ করতে মাথাপিছু উন্নয়নের হিসাবে করতে হবে।"

"তবে প্রবৃদ্ধির ছোঁয়া সমাজের বৃহত্তর অংশ পর্যন্ত না পৌঁছালে, মোট প্রবৃদ্ধি সুষম ও অন্তর্ভুক্তিমূলক হয় না," বলেও মন্তব্য করেন তিনি।

বিশিষ্ট এ অর্থনীতিবিদের মতে, "উন্নত প্রযুক্তি ও মূলধন নির্ভর শিল্প এমন পরিস্থিতির সুবিধা লাভ করবে। কিন্তু বৃহত্তর শ্রমশক্তি নিয়োজিত যেসব প্রতিষ্ঠানে, তারা এ অর্জনে অন্তর্ভুক্ত হবে কিনা- সে প্রশ্ন থেকেই যায়।"

বর্তমানে দেশের ১৭ কোটি জনসংখ্যার হিসাবে ২০২৫ সাল নাগাদ মাথাপিছু জিডিপি দাঁড়াবে ২,৯৯৪ দশমিক ৪৬ ডলার। সে তুলনায় নরওয়ে ও ডেনমার্কের মাথাপিছু জিডিপি হবে অনেক বেশি, যথাক্রমে- ৮৯ হাজার ৬৭৯ দশমিক ৮৪ ও ৮১ হাজার ৯৫০ দশমিক ১৮ ডলার।

একইসময়, সিঙ্গাপুর ও হংকং এর মাথাপিছু জিডিপি হবে যথাক্রমে- ৭৯ হাজার ১৬৯ দশমিক ৪৯ ও ৫৯ হাজার ১২৬ দশমিক ৮৫ ডলার।

বাংলাদেশের জিডিপি,২০২৫
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend