ঢাকা | শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ |
২৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের ফিউচার ইনোভেটরস শ্রেণিতে ৫ম বাংলাদেশ

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের ফিউচার ইনোভেটরস শ্রেণিতে ৫ম বাংলাদেশ
‘রোবনিয়াম বাংলাদেশ’ দলের সদস্যরা। ছবি- সংগৃহীত

পানামায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম সম্মানজনক রোবোটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-২০২৩’-এ অংশ নিয়ে ৫ম হয়েছে বাংলাদেশের ‘রোবনিয়াম বাংলাদেশ’ দল। ফিউচার ইনোভেটরস (সিনিয়র) শ্রেণিতে এ সাফল্য পেয়েছে দলটি। দলের সদস্যরা হলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরের ইসরাফিল শাহীন, সানিডেইলের কাজী মোস্তাহিদ ও তাফসীর তাহরীম।

অপরদিকে, ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে অংশ নিয়ে সেরাদের মধ্যে ১১ তম স্থান অর্জন করেছে নটর ডেম কলেজের আবু নাফিস মোহাম্মদ নূর রোহান এবং মির্জাপুর ক্যাডেট কলেজের মাহির তাজওয়ার চৌধুরীর টিম ‘মেকাস্ক্র্যাচ _৪০৪’। পাশাপাশি নটরডেম কলেজের চৌধুরী মুহাম্মদ মিনহাতুল্লাহ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের আতিকা বিনতে আমিন এবং উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের হাসিবুজ্জামান ভূঁইয়ার টিম ‘বাইট ব্যানডিটস্’ ফিউচার ইনোভেটরস (সিনিয়র) ক্যাটাগরিতে অংশ নিয়ে সেরাদের মধ্যে ১৬তম স্থান অর্জন করেছে।

৭ নভেম্বর থেকে পানামায় শুরু হওয়া তিন দিনের এ প্রতিযোগিতায় ৭৭টি দেশের ৪৫১টি দল অংশ নেয়। এ বছর প্রথমবারের মতো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের আন্তর্জাতিক বিচারক ছিলেন বাংলাদেশের সাজ্জাদ ইসলাম।

উল্লেখ্য, বাংলাদেশ ২০২০ সালে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সদস্য হয়। ২০২১ সালে অনলাইনে অনুষ্ঠিত আসরে বাংলাদেশ দশম স্থান অর্জন করে। ২০২২ সালে প্রথমবারের মতো সরাসরি অংশ নিয়ে ফিউচার ইঞ্জিনিয়ার্স বিভাগে ব্রোঞ্জপদক পেয়েছিল বাংলাদেশ।

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৩,ফিউচার ইনোভেটরস,৫ম বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend