ঢাকা | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ |
১৯ °সে
|
বাংলা কনভার্টার
walton

বেসিসের প্রশাসক হলেন অতিরিক্ত সচিব মেহেদী হাসান

বেসিসের প্রশাসক হলেন অতিরিক্ত সচিব মেহেদী হাসান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসান

দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসে (বেসিস) প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (০৪ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক মোহাম্মদ নাভিদ শফিউল্লাহর সই করা এক অফিস আদেশে ড. মুহম্মদ মেহেদী হাসানকে বেসিসের প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বেসিস বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। সংগঠনটির পরিচালনা পর্ষদের সভাপতি রাসেল টি আহমেদ গত ১৭ অক্টোবর ২০২৪ তারিখে এবং সহ-সভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান গত ১৯ অক্টোবর ২০২৪ তারিখে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন মর্মে জানা গেলেও তার পদত্যাগপত্রটি মহাপরিচালক, বাণিজ্য সংগঠনের নিকট প্রেরণ করা হয়নি এবং পরবর্তীতে বেসিসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলেও পুনর্গঠিত পরিচালনা পর্ষদ গঠন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরো জানানো হয়, বৈষম্যবিরোধী আইসিটি উদ্যোক্তা কাউন্সিল ও বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ এবং সাধারণ সদস্যদের প্রতিনিধি হতে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে নোটিশ জারি অন্তে গত ১৮ নভেম্বর শুনানী করা হলেও পূর্বের পরিচালনা পর্ষদের সভাপতি উপস্থিত হননি ও তার পক্ষে কোনো জবাব প্রদান করেননি এবং পুনর্গঠিত পরিচালনা পর্ষদ সন্তোষজনক জবাব উপস্থাপন করতে পারেননি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের চলমান অস্থিরতা ও অসন্তোষের কারণে দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এ পরিস্থিতিতে বেসিসের পরিচালনা পর্ষদ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এমন পরিস্থিতিতে বর্তমান পরিচালনা পর্ষদের সমন্বয়হীনতার কারণে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭(১) অনুযায়ী-ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না মর্মে প্রতীয়মান হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।

মোহাম্মদ নাভিদ শফিউল্লাহর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বেসিসের সকল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অসন্তোষ ও চলমান অস্থিরতা দূরীকরণের লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন, ২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪, সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক। তাই বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহম্মদ মেহেদী হাসানকে বেসিসের প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো।

ড. মুহম্মদ মেহেদী হাসান ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

এর আগে গত ৬ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব (প্রতিকল্প) অমিত দেব নাথ স্বাক্ষরিত একপত্রে জানানো হয়েছিল, বেসিসে প্রশাসক বসবে কিনা সে বিষয়ে ১৮ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ওইদিন বেসিসের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ সংক্রান্ত অভিযোগের বিষয়ে মহাপরিচালক, বাণিজ্য সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয়ের সভাপতিত্বে শুনানী অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর শুনানী পরবর্তী আজ বেসিসে প্রশাসক বসার সিদ্ধান্ত এলো।

বেসিস,প্রশাসক,মেহেদী হাসান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend