ঢাকা | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ |
২৭ °সে
|
বাংলা কনভার্টার
walton

ইউটিউবেও বহিষ্কৃত ট্রাম্প

ইউটিউবেও বহিষ্কৃত ট্রাম্প
বহিষ্কৃত ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউটিউব থেকে বহিষ্কার করা হয়েছে। আগামী ৭ দিন তিনি কোনো ভিডিও আপলোড বা লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। প্রয়োজনে সময় আরও বাড়ানোও হতে পারে বলে জানিয়েছে ইউটিউব।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বক্তব্য দেন। উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ভিডিও পোস্ট করায় ট্রাম্পের বিরুদ্ধে নীতিমালা ভঙ্গের অভিযোগ এনেছে তারা।

মার্কিন সিভিল রাইটস গ্রুপগুলো বিজ্ঞাপন বয়কটের হুমকি দিলে ট্রাম্পের অ্যাকাউন্ট সাসপেন্ড করে ইউটিউব।

ফেইসবুক ও ইনস্টাগ্রাম থেকে আগেই বহিস্কৃত হয়েছেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের আগ পর্যন্ত ট্রাম্প ফেইসবুক ইনস্টাগ্রামে কিছু পোস্ট করতে পারবেন না।

টুইটার তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে। অ্যামাজনের ভিডিও স্ট্রিমিং সার্ভিস টুইচ তারা অ্যাকাউন্ট ডিজ্যাবল করেছে। স্ন্যাপচ্যাটে তার অ্যাকাউন্ট লক করে রাখা হয়েছে।

স্পটিফাই, পিন্টারেস্ট, টিকটক ও রেডিটও তার অ্যাকাউন্টে বিধি নিষেধ আরোপ করেছে।

গত ৬ জানুয়ারি ট্রাম্প তার ভাষণে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বক্তব্য দেন। এরপরই তার সমর্থকরা ক্যাপিটাল হিলে সহিংস হামলা চালায়। এতে নিহত হন ৫ জন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়াগুলো ট্রাম্পের পোস্ট ও ভিডিও প্রচার করা বন্ধ করে দেয়।

বহিষ্কৃত ট্রাম্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend