ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ |
২৬ °সে
|
বাংলা কনভার্টার
walton

মিয়ানমারে সব ডিজিটাল সোশ্যাল মিডিয়া বন্ধ

মিয়ানমারে সব ডিজিটাল সোশ্যাল মিডিয়া বন্ধ
মিয়ানমারে সব ডিজিটাল সোশ্যাল মিডিয়া বন্ধ

দেশের মধ্যে ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যম ব্লক করে দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। রাত্রিকালীন কারফিউ জারির পর মঙ্গলবার সকাল থেকে চালু করা হয় ফোন ও ইন্টারনেট সংযোগ। কিন্তু বন্ধ করে দেয়া হয় সব ধরনের সামাজিক মাধ্যম। ফলে এসব মাধ্যম ব্যবহার করতে পারছে না সাধারণ মানুষ।

মিয়ানমারে ৫ কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে। সম্প্রতি সামরিক শাসনের বিরুদ্ধে লোকজন যেভাবে বিক্ষোভ করছে তার ছবি এবং ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিক্ষোভ-প্রতিবাদ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই হয়তো গুরুত্বপূর্ণ এই প্লাটফর্ম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

যোগাযোগ ও পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সামাজিক মাধ্যমে কড়াকড়ি জারি থাকবে। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সম্প্রতি ফেসবুক ব্যবহার করে ভুয়া নিউজ এবং ভুল তথ্য ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করা হচ্ছে। এর ফলে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে।’

মিয়ানমারে সব ডিজিটাল সোশ্যাল মিডিয়া বন্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend