দেশে ধারণার বাইরে বেড়ে যাচ্ছে সাইবার অপরাধ। আর তাই পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকেও আরো বড় পরিসরে করা হচ্ছে। বাড়ানো হচ্ছে পুলিশের প্রযুক্তি দক্ষতা।
৩০ অক্টোবর, শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সাইবার অপরাধ ধারণার বাইরে বেড়ে যাচ্ছে। সাইবার অপরাধ দমনে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে। আমরা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট বড় করার লক্ষ্যে কাজ করছি।
মন্ত্রী আরো বলেন, সব প্রযুক্তিরই ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। তবে আমাদের সবাইকে এর ভালো দিকটা বেছে নিতে হবে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আমরা পুলিশ বাহিনীতে সাইবার ক্রাইম ইউনিট করেছি। বর্তমান বাস্তবতার আলোকে এটা ছোট আকারে হয়েছে। এখন সাইবার জগত অনেক বড় হচ্ছে। এতে অপরাধও বেড়ে চলেছে। এ অপরাধ প্রবণতা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবাল।