সাইবার প্রযুক্তি ক্রেতা দেশের তালিকা সংক্ষেপ করল ইসরায়েল। সম্প্রতি দেশটির এনএসও গ্রুপের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে একটি বিশেষ হ্যাকিং টুল বিক্রির অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত গ্রহণ করল দেশটি।
ইসরায়েলের ক্যালকালিস্ট ফাইন্যান্সিয়াল পত্রিকার তথ্য অনুযায়ী, এ টুলের অপব্যবহারের আশঙ্কা করেই সাইবার প্রযুক্তি ক্রেতা দেশের তালিকা থেকে বেশকিছু নাম বাদ দেয় দেশটি। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
ক্যালকালিস্ট পত্রিকার তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলের সাইবার প্রযুক্তি ক্রেতার তালিকা থেকে বাদ পড়েছে। যদিও পত্রিকায় এ-সংক্রান্ত কোনো সূত্রের নাম উল্লেখ নেই। তথ্য অনুযায়ী, মাত্র ৩৭টি দেশে সাইবার প্রযুক্তি বিক্রি করবে ইসরায়েল। এর আগে এ সংখ্যা ছিল ১০২।