ঢাকা | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ |
২৬ °সে
|
বাংলা কনভার্টার
walton

সাইবার সুরক্ষায় ঢাকায় বিশেষায়িত ল্যাব তৈরি করছে আইএসপিএবি

সাইবার সুরক্ষায় ঢাকায় বিশেষায়িত ল্যাব তৈরি করছে আইএসপিএবি
সাইবার সুরক্ষায় ঢাকায় বিশেষায়িত ল্যাব তৈরি করছে আইএসপিএবি

নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাশাপাশি দেশের সাইবার আকাশকে নিরাপদ রাখতে সরকারি সহায়তায় ঢাকায় একটি অত্যাধুনিক প্রশিক্ষণ ল্যাব তৈরি করছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। এই ল্যাবের মাধ্যমে রাউটিং, সুইচিং এবং ডিডস আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে প্রাযুক্তিক দক্ষতায় উৎকর্ষ সাধনে এপরিকটের (APRICOT) সঙ্গে নিয়মিত অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম চালানোর ওপর গুরুত্বারোপ করেছেন আইএসপিএবি জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক। বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে প্রকৌশলীদের মধ্যে নিয়মিত পারস্পরিক বিশেষায়িত প্রশিক্ষণ, অনুশীলন ও চিন্তা ভাবনা ভাগ করে নিয়েই দেশে সবার জন্য ইন্টারনেট সেবাকে সময়ের সঙ্গে এগিয়ে রাখাতে নিজেদের প্রত্যয়ের কথাও তুলে ধরেছেন তিনি।

সোমবার এপরিকট সম্মেলনে দেয়া স্বাগত বক্তব্যে স্বাগতিক দেশের হয়ে এমন অভিব্যক্তিই তুলে ধরেন আইএসপিএবি জ্যেষ্ঠ সহ-সভাপতি।

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইন্টারনেট সেবা পরিচালনার প্রাযুক্তিক প্রশিক্ষণ নিয়ে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশের অভ্যর্থনায় অংশ নিয়েছে ৯৭টির বেশি দেশের প্রতিনিধিরা। সংযুক্ত হয় এই অঞ্চলের ইন্টারনেট সেবার সঙ্গে সংশ্লিষ্ট ৩৪টি সংগঠন।

সম্মেলনের সভাপতিত্ব করেন ফ্লিপ স্মিথ। এছাড়াও ফইবার অ্যাট হোমের চিফ স্ট্র্যাটেজি অফিসার শরফুল আলম এবং ইন্টারনেট প্রোটোকল পাইওনিয়ার জ্যাক হ্যাভাটি অনুষ্ঠানে দুইটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বক্তব্য রাখেন এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপিনিক) পলিসি চেয়ার এবং নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য সুমন আহমেদ সাবির, এপিনগ বোর্ড সদস্য আফতাব সিদ্দিকী। সংযুক্ত ছিলেন আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঞা, পরিচালক সাকিফ আহমেদসহ কার্য নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরাও।

অনুষ্ঠানে সাইফুল ইসলাম বলেন, এশিয়া প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের মধ্যে বাংলাদেশ সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইন্টারনেট ব্যবহারকারী দেশগুলোর অন্যতম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প ঘোষণার কারণেই এবারোর কোভিড ১৯ অতিমারির পরিস্থিতিতেও দেশের সকল কাজই সচল রাখতে সক্ষম হয়েছে ইন্টারনেট সেবাদাতারা। গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে ইন্টারনেট। এই নেটওয়ার্ক সচল রাখতে দুর্যোগ-দুর্বিপাকে দিন-রাত নিরবচ্ছিন্ন কাজ করেছে আইএসপিএবি’র সদস্যরা। তাদের কাজকে আরো দক্ষ করতে আমাদের প্রাযুক্তিক প্রকৌশল দক্ষতা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক প্রেক্ষাপটে কিছু নীতিগত বিষয় নিয়েও কাজ করতে হবে। অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা ইন্টারনেট এর সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো।

আনুষ্ঠানিকতা শেষে এই সম্মেলনে দিনভর ইস্যু ভিত্তিক সেমিনার চলবে তিন দিন ধরে। কর্মশালা আর সেমিনারের মাধ্যমে ইন্টারনেট অপারেশন ব্যবস্থার খুঁটিনাটি প্রকৌশলী জ্ঞান বিনিময়ের পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় ইন্টারনেট সেবা সচল রাখা এবং ইন্টারনেট কূটনীতির মতো নীতিগত বিষয়ে আলোচনা হচ্ছে এই সেমিনারগুলোতে।

সম্মেলন উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে নানা আয়োজন শুরু করে সম্মেলনের স্বাগতিক সংগঠন আইএসপিএবি। ওই দিন থেকে পরবর্তী ৫দিন ধরে চলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ভার্চুয়াল ওয়ান আর্কিটেকচার হিসেবে পরিচিত SDWAN, ডিডস, সেগমেন্ট রাউটিং এবং ইন্টারনেট সিকিউরিটির ওপর কর্মশালা। আগামী ৩ মার্চ পর্দা নামবে এপনিক ৫৩ উপলক্ষে আয়োজিত ইন্টারনেটের কারিগরি ও নীতি বিষয়ক বিশ্বের অন্যতম এই নেটওয়ার্কিং সেশনের। সম্মেলনের সমপনী অধিবেশনে বক্তব্য দেবেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স, বাংলাদেশের সভাপতি ইমদাদুল হক।

সাইবার সুরক্ষা,আইএসপিএবি,ল্যাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend