ঢাকা | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ |
১৫ °সে
|
বাংলা কনভার্টার

বিপজ্জনক ভাইরাসের সন্ধান ৬০টি অ্যাপে, ১০ কোটি বারের বেশি ডাউনলোড হয়েছে

বিপজ্জনক ভাইরাসের সন্ধান ৬০টি অ্যাপে, ১০ কোটি বারের বেশি ডাউনলোড হয়েছে
বিপজ্জনক ভাইরাসের সন্ধান ৬০টি অ্যাপে, ১০ কোটি বারের বেশি ডাউনলোড হয়েছে

অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন মানেই কম দামে আকর্ষণীয় ফিচার। এই কারণে আমার-আপনার মত বিশ্বের প্রচুর মানুষ এই ধরণের হ্যান্ডসেট ব্যবহার করে থাকেন, আর তাতে ইনস্টল থাকে গাদাগুচ্ছের অ্যাপ। আসলে আমাদের বর্তমান চাহিদা মেটাতে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়, বলতে গেলে অ্যাপ ছাড়া স্মার্টফোন অচল। কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন এবং নিজের ডিভাইসে প্রচুর অ্যাপ ডাউনলোড করে রাখেন, তবে আপনার সতর্ক হওয়া খুব দরকার! আসলে সম্প্রতি সিকিউরিটি রিসার্চাররা অ্যান্ড্রয়েডফোনে একটি সমস্যা (পড়ুন ঝুঁকি বা থ্রেড) খুঁজে পেয়েছেন, যার কারণে লক্ষ লক্ষ ইউজারকে অবিলম্বে তাদের ডিভাইসগুলি চেক করার এবং কিছু অ্যাপ রিমুভ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি গুগল ইতিমধ্যে ৬০টিরও বেশি অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আসুন গোটা বিষয়টি জেনে নিই।

বড় অস্বস্তির মুখে পড়তে পারেন Android ইউজাররা

জনপ্রিয় ডিভাইস সিকিউরিটি কোম্পানি ম্যাকাফি , বর্তমানে মোবাইল ইউজারদের নতুন সিকিউরিটি থ্রেড সম্পর্কে সতর্ক করেছে। তাদের টিম, বেশ কিছু জনপ্রিয় অ্যাপ্লিকেশনে ম্যালিশিয়াস সফ্টওয়্যার খুঁজে পেয়েছে যা ইউজারের অজান্তে তাদের সম্মতি ছাড়াই স্মার্টফোনে সংক্রমণ ঘটিয়ে নানাবিধ সমস্যার উদ্রেক করতে পারে। ম্যাকাফির মতে, একবার আপনার ডিভাইসে ম্যালওয়্যার সম্বলিত অ্যাপ ইনস্টল হয়ে গেলে এর মাধ্যমে হ্যাকাররা ওয়াই-ফাই হিস্ট্রি দেখতে পারে। শুধু তাই নয়, এদের সাহায্যে অ্যাক্সেস করা যাবে কোন ব্লুটুথ ডিভাইসগুলি ফোনের সাথে সংযুক্ত রয়েছে, কোন অ্যাপগুলি ব্যবহার করা হচ্ছে ইত্যাদি তথ্য এবং নিকটবর্তী জিপিএস অবস্থানগুলিও। সোজা কথায় বললে, আপনার গতিবিধি আপনার ফোনের মাধ্যমেই হ্যাকারদের হাতে পড়ার সম্ভাবনা রয়েছে।

উপরন্তু, এই দূষিত অ্যাপগুলির সাহায্যে হ্যাকাররা স্মার্টফোন ইউজারদের আর্থিক ক্ষতিও করতে পারে বলে দাবি করা হচ্ছে; কারণ, এগুলি ভুয়ো বিজ্ঞাপন দেখিয়ে জালিয়াতি করতে সক্ষম। আবার ব্যক্তিমানসের পাশাপাশি ডিভাইসেও প্রভাব ফেলে নতুন ম্যালিশিয়াস সফ্টওয়্যার – এগুলি মোবাইলকে স্লো এবং ওভারলোড করে দেয়। প্রসঙ্গত উল্লেখ্য, ম্যাকাফির টিম এরকম ৬০টিরও বেশি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন খুঁজে পেয়েছে, যাদের বিষয়ে ইতিমধ্যে গুগলকে জানানো হয়েছে। আর বিষয়টি জানার পর অ্যান্ড্রয়েড নির্মাতা, ম্যালওয়্যার সম্বলিত অ্যাপগুলি শোধন করতে বা অ্যাপ স্টোর থেকে নিষিদ্ধ করতে বলেছে। অথচ এই অ্যাপগুলি অত্যন্ত জনপ্রিয় এবং ১০ কোটি বারেরও বেশি সংখ্যায় এগুলি ডাউনলোড হয়েছে।

এই ডোমেইন যুক্ত অ্যাপে আছে ভাইরাস

www.bhuroid.com

enestcon.com

www.htyyed.com

discess.net

www.gadlito.com

gerfane.com

www.visceun.com

onanico.net

www.ridinra.com

necktro.com

www.fuerob.com

www.phyerh.net

www.ojiscorp.net

www.rouperdo.net

tiffyre.net

www.superdonaldkood.com

soridok2kpop.com

methinno.net

goldson.net

www.dalefs.com

openwor.com

thervide.com

www.soildonutkiel.com

treffaas.com

sorrowdeepkold.com

www.hjorsjopa.com

dggerys.com

বিপজ্জনক,ভাইরাস,৬০টি অ্যাপ,১০ কোটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend