ঢাকা | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ |
১৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

গোপন ক্যামেরা শনাক্ত করার উপায়

গোপন ক্যামেরা শনাক্ত করার উপায়
গোপন ক্যামেরা শনাক্ত করার উপায়

অনেক সময় হোটেল রুমে কিংবা শোরুমে জামা-কাপড় বদলানোর ট্রায়াল রুমে গোপন ক্যামেরা লাগিয়ে রাখা হয়। কাজটি করা হয় বদমতলব হাসিল করার জন্য। এতে করে আপনার অজান্তেই আপনার গোপন মুহূর্ত ক্যামেরা বন্দি হয়ে যেতে পারে। আপনি পড়তে পারেন বিপদে। হোটেলে বা শপিংমল কিংবা জামাকাপড়ের দোকানের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা আছে কিনা বুঝবেন কী করে?

প্রথমেই ট্রায়াল রুমে ঢুকে প্রথমেই চারপাশ খুব ভালোভাবে দেখে নিন! চোখে পড়তেও পারে কোনো ছোট ক্যামেরার মতো কিছু। সন্দেহ হলেই লোক ডাকুন বা সেখান থেকে বেরিয়ে আসুন।

হ্যাঙার, কাঠের দেয়ালের খাঁজেও চোখ রাখুন। অনেক সময় হ্যাঙারের আড়ালে ছোট ক্যামেরা লুকিয়ে রাখা হতে পারে। কাঠের দেওয়ালের ফাঁকেও থাকতে পারে গোপন চোখ।

আয়নায় লক্ষ্য করুন যদি উল্টোদিকে অন্য ঘর বা দেয়াল দেখতে পান, বুঝবেন ঝামেলা আছে! আয়নার পেছনে যদি অন্য ঘর থাকে তাহলে কিন্তু সতর্ক হতে হবে। অনেক সময় থাকতে পারে ক্যামেরা। ভালো করে না দেখে কিন্তু অভিযোগ করবেন না।

দরজায় যেভাবে টোকা দেন, আয়নায়ও সেভাবে টোকা দিন! যদি আয়না থেকে ফাঁপা শব্দ আসে তবে সাবধান হতে হবে। এরপর আয়নায় আঙুল ছোঁয়ান। আঙুল আর প্রতিফলনের মধ্যে দূরত্ব থাকলে বুঝবেন ক্যামেরা রয়েছে। সাবধান হতে হবে।

পোশাক বদলের সময় ট্রায়াল রুমে থাকা আলো নিভিয়ে দিন। পোশাক বদল হয়ে গেলে আলো জ্বেলে চেক করে নিন পোশাক ঠিক আছে কিনা। আলো বন্ধ থাকলে গোপন ক্যামেরা থাকলেও কিছু লাভ হবে না।

গোপন ক্যামেরা,শনাক্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend