ঢাকা | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ |
১৮ °সে
|
বাংলা কনভার্টার
walton

মাইক্রোসফট এক্সচেঞ্জে হামলা: র‍্যাংগস, এনাফুড, ডেটাপ্যাথসহ দেশের ২ শতাধিক প্রতিষ্ঠান আক্রান্ত

মাইক্রোসফট এক্সচেঞ্জে হামলা: র‍্যাংগস, এনাফুড, ডেটাপ্যাথসহ দেশের ২ শতাধিক প্রতিষ্ঠান আক্রান্ত
মাইক্রোসফট এক্সচেঞ্জে হামলা: দেশের ২ শতাধিক প্রতিষ্ঠান আক্রান্ত

বিশ্বজুড়ে ঝুঁকির মুখে পড়েছে মাইক্রোসফট মেইল সার্ভার এক্সচেঞ্জ। এ আক্রমণ থেকে রেহাই পায়নি বাংলাদেশও। দেশের কমপক্ষে ২০০ শতাধিক প্রতিষ্ঠান এই আক্রমণের শিকার হয়েছে বলে জানিয়েছে বিজিডি ই-গভ সার্ট।

হামলার শিকার প্রতিষ্ঠানগুলো কীভাবে রিকভার করবে সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট সার্টের ওয়েব ঠিকানায় দেওয়া হয়েছে। ওই রিপোর্ট দেখে আক্রান্ত সার্ভারগুলোকে রিস্টোর করা যাবে এবং হ্যাকারদের হাত থেকে মুক্ত থাকার পথও জানা যাবে।

আক্রান্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আধুরি, সেলবিএন, র‍্যাংগস, এনাফুড, ডেটাপ্যাথ ইত্যাদি।

বিজিডি ই-গভ সার্ট জানিয়েছে, কিছু আইপি ঠিকানা পাওয়া গেছে যেগুলো আক্রমণের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে রয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড, বাংলা ট্রাক কমিউনিকেশন, বাংলাদেশ ব্যাংক, বিটিআরসি, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ইত্যাদি।

বৃহস্পতিবার (১ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানিয়েছে, এই সাইবার হামলার পেছনে ‘হাফনিয়াম’ নামের হ্যাকার গোষ্ঠী জড়িত, যারা চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কাজ করে।

আক্রান্ত প্রতিষ্ঠানের তালিকা

এ বিষয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পরিচালক (সিএ অপারেশন ও নিরাপত্তা) ও (ডাটা সেন্টার) তারেক এম বরকতউল্লাহ ডিজিবাংলা-কে বলেন, ব্রাজিলসহ বিভিন্ন দেশে মাইক্রোসফটের মেইল সার্ভার আক্রান্ত হয়েছে। বিষয়টি আমরা নিয়মিত নজরদারির মাধ্যমে রেখেছি। তাতেই এই প্রতিবেদন পাওয়া গেছে।

তিনি বলেন, হ্যাকার গ্রুপ মাইক্রোসফট মেইল সার্ভার থেকে মেইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। এরা বাংলাদেশের প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের সার্ভারে হামলা করেছে।

মাইক্রোসফট এক্সচেঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend