ঢাকা | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১ |
১৯ °সে
|
বাংলা কনভার্টার

বাংলাদেশে ক্লাস-লিডিং ডি ডস সিকিউরিটি সল্যুশন দিতে চুক্তিবদ্ধ হলো আমরা এবং নেক্সাসগার্ড

বাংলাদেশে ক্লাস-লিডিং ডি ডস সিকিউরিটি সল্যুশন দিতে চুক্তিবদ্ধ হলো আমরা এবং নেক্সাসগার্ড
বাংলাদেশে ক্লাস-লিডিং ডি ডস সিকিউরিটি সল্যুশন দিতে চুক্তিবদ্ধ হলো আমরা এবং নেক্সাসগার্ড

বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিতে ইন্টেলিজেন্ট ডিডস সিকিউরিটি আরও সাবলীল ও সহজলভ্য করার লক্ষ্যে আমরা টেকনোলোজিস লিমিটেড এবং নেক্সাসগার্ড পিটিই লিমিটেড একটি চুক্তিতে নিবদ্ধ হলো। এই চাহিদা পূর্ণ করার উদ্দেশ্যে ২০২১ সালে বাংলাদেশে স্থাপন হতে যাচ্ছে একটি নতুন নির্বিঘ্ন “গ্লোবাল+লোকাল” ডি ডস স্ক্রাবিং নেটওয়ার্ক যা স্থানীয় এবং আন্তর্জাতিক সকল ডি ডস অ্যাটাক সনাক্তের পাশাপাশি দমন করতে সক্ষম হবে।

সর্বাঙ্গীণ আইটি সল্যুশন সার্ভিস প্রদানের ক্ষেত্রে আমরা একটি শীর্ষস্থানীয় কোম্পানি যা সিস্টেম ইন্টেগ্রেশন, ইনফরমেশন সিস্টেম আউটসোর্সিং, কোর ব্যাংকিং সফটওয়্যার, সুইচিং এবং নেটওয়ার্ক সল্যুশন, ফিনান্সিয়াল টেকনোলোজিকাল সার্ভিসসমূহের যোগান, বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ-এ সহায়তা করে।

২০০৮ সালে প্রতিষ্ঠিত নেক্সাসগার্ড এর হেডকোয়ার্টার সিঙ্গাপুরে অবস্থিত। এছাড়াও মালয়েশিয়া, চীন, তাইওয়ান, হংকং, দক্ষিন আফ্রিকা এবং আমেরিকায় এর কার্যক্রম রয়েছে। এটি একটি ম্যানেজড সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার যা ডি ডস প্রোটেকশন এ দক্ষ, টেকনোলোজি ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় সল্যুশন দেয় যা কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার ও প্রতিষ্ঠানদের জন্য ডি ডস অ্যাটাক মোকাবেলা আরও সহজ করার মাধ্যমে ওয়েবসাইট, অ্যাপ্লিকেশানস, নেটওয়ার্ক ও ডিএনএস সার্ভারসমূহ নির্বিঘ্ন রাখে ও রক্ষণাবেক্ষণ করে।

সৈয়দ ফরহাদ আহমেদ, আমরা এর এমডি ও সিইও উল্লেখ করেন যে, “আমরা একই সাথে ক্লাউড সল্যুশন ও মোবাইল বেইসড সার্ভিস ডেলিভারি এর ক্রমবৃদ্ধি ও অপার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাই আমার দৃঢ় বিশ্বাস এই যে বর্তমান ও ভবিষ্যতের সম্ভাবনাময় সকল গ্রাহক আমরা-নেক্সাসগার্ড পার্টনারশিপ এর মাধ্যমে যুগান্তকারী পরিবর্তন উপভোগ করতে পারবে। নেক্সাসগার্ড এর সল্যুশনগুলো হলো মড্যুলার এবং সহজেই বিদ্যমান ক্লাউড প্লাটফর্মের সাথে সমন্বিত করার মাধ্যমে ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশানগুলো নিরাপদ রাখা যাবে।“

অ্যান্ডি এনজি, নেক্সাসগার্ড এর সিইও মন্তব্য করেন, “বাংলাদেশের অন্যতম কর্পোরেট আইএসপি এর মাধ্যমে বিশ্বসেরা অ্যান্টি-ডিডস প্রোটেকশন বাংলাদেশের মার্কেটে নিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। নেক্সাসগার্ড এর সাইবার সিকিউরিটি সল্যুশনগুলো আমরার মত ক্লাউড সল্যুশন প্রোভাইডারদের জন্য বিশেষভাবে পরিকল্পিত যা মূল ব্যবসা সম্প্রসারণে অনেক সহায়তা করবে। আমাদের ম্যানেজড সিকিউরিটি কমিউনিকেশনস সার্ভিস প্রোভাইডার (এমএসসিএসপি) পার্টনারদের মধ্যে “আমরা”কে পেয়ে আমরা উল্লাসিত।“

বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিকে ইন্টেলিজেন্ট সিকিউরিটি এবং এডভান্সড সাইবার সিকিউরিটি এর নতুন যুগে পদার্পণে “আমরা” বদ্ধ পরিকর।

আমরা,নেক্সাসগার্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Transcend